ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার আয়েন্দ্রি লাভনিয়া রায় (Ayendri Lavnia Roy) বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন। কয়েক মাস তাঁকে দেখা যায়নি (Ayendri Roy)। তিনি ব্যস্ত ছিলেন অন্য চ্যানেলে প্রজেক্ট নিয়ে। তবে ওজন বাড়ার জন্য তাঁকে শুনতে হয়েছিল নানা কটাক্ষ। ওজন বেড়ে যাওয়ার জন্য তাঁকে একের পর এক কাজ হারতে হয়। আসলে তিনি থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। প্রশ্ন উঠছে, তাহলে কী অভিনেত্রীদের ওজনের উপর নির্ভর করে কাজ পাওয়া যায়? এর আগেও বহু অভিনেত্রী এমন অভিযোগ করেছেন। সেই তালিকায় কী আয়েন্দ্রিও নাম লেখালেন? ট্রাইব টিভির সাক্ষাৎকারে কী জানালেন অভিনেত্রী?
বারংবার নেগেটিভ চরিত্রে কেন? (Ayendri Roy)
অভিনেত্রী আয়েন্দ্রির (Ayendri Roy) ওজন বেড়ে যাওয়াটা কোনও ইচ্ছাকৃত নয়। তিনি থাইরয়েডের সমস্যায় পড়েছিলেন। অভিনেত্রীর কথায়, তাঁর ওজন বাড়ার জন্য একের পর এক ছবি থেকে তিনি বাতিল হচ্ছিলেন। আবার অনেকে বলছিলেন, অভিনেত্রী নাকি একই চরিত্রে অভিনয় করেন, সুতরাং দর্শক হয়ত তাঁকে পছন্দ করবে না। অর্থাৎ তাঁকে নেগেটিভ চরিত্রে বেশি দেখা যায়। কিন্তু তাঁকে পজেটিভ চরিত্রে না দেওয়া হলে তিনি পজেটিভ চরিত্র করবেন কীভাবে? অভিনেত্রীর কথায়, পজেটিভ চরিত্রের সুযোগ দেওয়া হচ্ছে না, তাই নেগেটিভ চরিত্রে কাজ করছেন। তাঁর কাছে নেগেটিভ চরিত্রই আসছে বারবার। তাই অফার না ফিরিয়ে তিনি কাজ করে গিয়েছেন।
পাশে পরিবার (Ayendri Roy)
আয়েন্দ্রির কয়েক মাস কাজ ছিল না বললেই চলে (Ayendri Roy)। তাঁর খারাপ সময়ে পাশে পেয়েছেন তাঁর পরিবারকে আর প্রেমিক নীলাঙ্কুরকে। আয়েন্দ্রি ও নীলাঙ্কুর একে অপরের সহযোগী অর্থাৎ একে অপরের খারাপ সময়ে পাশে এসে দাঁড়ান। সম্প্রতি আয়েন্দ্রি ও নীলাঙ্কুরের বিচ্ছেদ নিয়ে গুজব উঠেছিল। তবে সেটা একেবারে মিথ্যা তা জানান অভিনেত্রী। এখনই সাত পাকে বাঁধা পড়ছেন না তাঁরা। অভিনেত্রী জানান, তাঁর খারাপ সময়ে পরিবারের পাশাপাশি পাশে পেয়েছেন জি বাংলাকে।
আরও পড়ুন: Abhishek Banerjee: দুর্ধর্ষ অ্যাকশনে কলকাতায় বইবে রক্তগঙ্গা! বাংলায় হচ্ছে ‘অ্যানিম্যাল’?
সুযোগ পাওয়া
আসলে অভিনেত্রী বা অভিনেতাদের কাজ অভিনয় করা। বলা যেতে পারে, কোনও চরিত্রকে সুন্দর ভাবে পর্দায় ফুটিয়ে তোলা তাঁদের মূল লক্ষ্য। সেটা নেগেটিভ কিংবা পজেটিভ চরিত্র, তা নির্ভর করে না। একজন অভিনেতা যখন সব ধরনের চরিত্রের সুযোগ পায়, তখনই জানা যায় তিনি অভিনয়ে কতটা দক্ষ। তেমনি অভিনেত্রী আয়েন্দ্রি নেগেটিভ চরিত্রে বেশি সুযোগ পান। সেখানে দর্শকের কাছে তাঁকে ভিন্ন রূপে প্রকাশ করানোর জন্য দরকার ভিন্ন চরিত্রে তাঁর অভিনয়।
মনে দুঃখ
আয়েন্দ্রির একটাই আফসোস, বলা যেতে পারে তাঁর দুঃখ রয়েছে। কারণ তিনি মনে করেন, বাংলা থেকে তাঁর অভিনয় শুরু, সেখানে বাংলাতেই তিনি সুযোগ পান না তেমন। বাংলা সিরিজ কিংবা ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পাননি। অন্যদিকে হিন্দি ওয়েব সিরিজ করেছেন । কিছুদিন আগে জানা গিয়েছিল তিনি মুম্বাইয়ের কাজে ব্যস্ত আছেন। অভিনেত্রীর থেকে জানা যায়, মুম্বাই থেকে ফিরে ‘কোন গোপনে মন ভেসেছে’ তে শুটিং শুরু করেছেন তিনি।
আরও পড়ুন: Saheb Bhattacharya: সাহেবের গোপন ভিডিও আসল নাকি সত্যি? নিজেই জানালেন অভিনেতা
আশা করা
দর্শকদের কাছে অভিনেত্রীর অনুরোধ ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে ‘উপাসনা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। ধূসর চরিত্রে তাঁর অভিনয়। অভিনেত্রী আশা করছেন, তাঁর এই ভিন্ন চরিত্রটি দর্শকদের ভালো লাগবে। এর আগেও বহু ধারাবাহিক করেছেন তিনি। যেমন ‘নিম ফুলের মধুতে’ মোহিনী চরিত্রে, ‘ফুলকি’তে ঈশিতা চরিত্রে ও ‘আলতা ফড়িং’ এও দেখা গিয়েছিল তাঁকে।