ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরেও জামিন অধরা বাংলাদেশের ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর (Chinmaykrishna News)। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল। সেখানেই হিন্দু নেতার জামিন আর্জি খারিজ করে দেন বিচারপতি।
বাংলাদেশি হিন্দুনেতার প্রথম আইনজীবী শুভাশিস শর্মা গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেছেন অনেকদিন। এসএসকেএম হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি আরেক আইনজীবী রবীন্দ্র দাস। তাদের অনুপস্থিতিতেও থেমে ছিলো না চিন্ময়কৃষ্ণের (Chinmaykrishna News) জামিনের প্রচেষ্টা। তাঁর হয়ে এদিন আদালতে দাঁড়িয়েছিলেন ১১ জন আইনজীবী। মামলা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। তারপরেও অধরাই রয়ে গেল চিন্ময়র প্রভুর জামিন।
আরও পড়ুন:https://tribetv.in/xi-jinping-threat-taiwan-in-his-speech/
দিন যত যাচ্ছে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। উঠে এসেছে বহু অভিযোগ। পদ্মাপাড়ের এই অরাজকতার আবহে বিশ্বজুড়ে সবারই নজর ছিলো বৃহস্পতিবারের মামলার শুনানির দিকে। নতুন বছরে চিন্ময়কৃষ্ণ প্রভুর (Chinmaykrishna News) মুক্তির অপেক্ষায় প্রহর গুনছিলেন এপার বাংলার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। কিন্তু সেই অপেক্ষা একেবারে বিশবাঁও জলে। বৃহস্পতিবারও মিললো না মুক্তি। ফলে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের জেলই অস্থায়ী ঠিকানা হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর (Chinmaykrishna News) ।
আরও পড়ুন: https://tribetv.in/new-orleans-truck-rammed-people-10-dead-30-injured/
শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর ইউনূস সরকারের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে (Chinmaykrishna News) । পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। ১৯৪৭ থেকে ৭১ এর পাক অত্যাচার, ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে মিত্র ভারত এখন শত্রু দেশ! জিন্নার থেকে ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কি এবার তবে পূর্ব পাকিস্তান হওয়ার পথে? এটাই এখন আন্তর্জাতিক মহলের সবথেকে বড় প্রশ্ন।