ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই বাংলাদেশের (Bangladesh Breaks Record)। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান জাকার আলি ও তৌহিদ হৃদয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তারা এই কীর্তি গড়েন।
প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে (Bangladesh Breaks Record)। শুরুর ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে দল। ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও হর্ষিত রানা শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এরপর স্পিনার অক্ষর প্যাটেল পরপর দুই উইকেট তুলে নেন। তিনি হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন, তবে রোহিত শর্মার ক্যাচ মিসে জাকার আলি বেঁচে যান।
এরপর জাকার আলি ও তৌহিদ হৃদয় মিলে বাংলাদেশকে উদ্ধার করেন। তারা ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করান।
১৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জাকার-হৃদয় (Bangladesh Breaks Record)
এই ১৫৪ রানের জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নতুন রেকর্ড (Bangladesh Breaks Record)। এর আগে, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও জাস্টিন কেম্প পাকিস্তানের বিপক্ষে ১৩১ রানের জুটি গড়ে এই রেকর্ড ধরে রেখেছিলেন।
আরও পড়ুন: Manchester City: ম্যানচেস্টার সিটির বিদায়! “পুনর্গঠনের দরকার” জানালেন গুয়ার্দিওলা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ (Bangladesh Breaks Record)
জাকার আলি – তৌহিদ হৃদয়: ১৫৪ রান (২০২৫)
মার্ক বাউচার – জাস্টিন কেম্প: ১৩১ রান (২০০৬)
ক্রিস কেয়ার্নস – ক্রিস হ্যারিস: ১২২ রান (২০০০)
রাহুল দ্রাবিড় – মোহাম্মদ কাইফ: ১১৭ রান (২০০২)
নিল ফেয়ারব্রাদার – অ্যাডাম হলিওক: ১১২ রান (১৯৯৮)
জাকার আলি ব্যক্তিগত ৬৮ রানে আউট হলেও, তৌহিদ হৃদয় শতরান পূর্ণ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই শতরান করা নবম ব্যাটসম্যান হলেন হৃদয়।
টসের সিদ্ধান্ত: আগে ব্যাটিং বাংলাদেশের
বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। “আমরা আগে ব্যাট করতে চাই। উইকেট ভালো দেখাচ্ছে, তাই বড় রান তুলতে চাই। ছেলেরা আত্মবিশ্বাসী। তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে খেলছি,” টসের সময় বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন।
আরও পড়ুন: Milind Rege: প্রয়াত মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে, শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট
ভারতীয় অধিনায়কের প্রতিক্রিয়া
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানান, তিনি ফিল্ডিং বেছে নিতেন। “আমি আগে ফিল্ডিংই নিতাম। আমরা কয়েক বছর আগে এখানে খেলেছি, তখন দেখেছি রাতের দিকে বল ভালোভাবে ব্যাটে আসে। সবাই ফিট আছে, আমরা ভালো শুরু করতে চাই। এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। গত ওয়ানডে দল থেকে শুধু বরুণ বাদ পড়েছে, জাদেজা ফিরেছে। এছাড়া আর্শদীপের জায়গায় শামি এসেছে,” বলেন রোহিত।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পরেও জাকার-হৃদয়ের লড়াই দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। ভারতের বিপক্ষে এই অসাধারণ জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল।