ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Bangladesh-Pakistan) রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির প্রতি সব সময় সতর্ক দৃষ্টি রাখা হয়, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সামরিক ও কূটনৈতিক গতিবিধির ওপর। তিনি বলেন, “আমরা সব সময় আমাদের আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং যদি কখনো আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়, আমরা তা নেব।” তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের বিষয়ে আলোচনা করা হচ্ছে।
আইএসআই-কর্তাদের ঢাকা সফর (Bangladesh-Pakistan)
সম্প্রতি পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের চার সদস্যের (Bangladesh-Pakistan) সেনা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। তারা তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় গিয়ে পৌঁছায়। তাদের সফরের পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস, মেজর জেনারেল শাহিদ আমির আফসারও বাংলাদেশে সফর করেছেন বলে জানা গেছে। এসব তথ্য সামনে আসার পর ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানানো হয়েছে। যদিও কোনও দেশের নামোল্লেখ না করে ভারতের কর্মকর্তারা বলেন, প্রতিবেশী দেশের সামরিক কার্যক্রমের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে।
সুসম্পর্কের বার্তা ভারতের (Bangladesh-Pakistan)
বাংলাদেশের সঙ্গে ভারতের (Bangladesh-Pakistan) সম্পর্ক সম্পর্কে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারত সব সময় তার গণতান্ত্রিক এবং প্রগতিশীল সমাজ গঠনে পাশে থাকতে চায়। তিনি বলেন, “আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে চাই, যাতে দুই দেশের জনগণের জন্য কল্যাণকর ফলস্বরূপ কিছু করা যেতে পারে।” তিনি এই সম্পর্ককে গুরুত্ব দিয়ে বলেন, ভারত বাংলাদেশের সুরক্ষা ও কল্যাণে সদা প্রস্তুত।
আরও পড়ুন: China-Taiwan: তাইওয়ানের ফাইবার-অপটিক্যাল কেবল কাটলো চিন! সংঘাতে আমেরিকার সাহায্য পাবে তাইওয়ান?
পাকিস্তান-বাংলাদেশ সামরিক সম্পর্ক?
এদিকে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সামরিক (Bangladesh-Pakistan) সম্পর্ক উন্নত করার দিকে নজর দিয়ে বেশ কিছুদিন ধরে পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে এসেছে। ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট সেনা প্রতিনিধিদল পাকিস্তান সফর করেন। সফর শেষে, পাকিস্তান থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ঢাকা পৌঁছায়।

আরও পড়ুন: Pakistan News: পরমাণু অস্ত্র থাকার পরেও সামরিক শক্তিতে প্রথম দশে নেই পাকিস্তান!
সতর্ক নজর ভারতের
এই ধরনের সামরিক সম্পর্কের উন্নয়ন নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিস্থিতি নিয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এদিকে, ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের সামরিক সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা চলছে, যার ফলে ভারতের নিরাপত্তা সচেতনতা আরও বেড়েছে।