ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকমাস হল বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলা দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে মহম্মদ ইউনুস (Bangladesh-Pakistan Relation)। মহম্মদ ইউনুস আমেরিকার ডেমোক্রেটিক পার্টির বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কিন্তু আমেরিকাতেও নির্বাচনের পর ডেমোক্রেটিক পার্টির থেকে ক্ষমতা রিপাবলিকান পার্টির হাতে গেছে।
আমেরিকায় নতুন সরকার (Bangladesh-Pakistan Relation)
জানুয়ারিতেই নতুন সরকার দায়িত্ব ভার গ্রহণ করবে। এতেই ব্যাপক বিপাকে পড়েছে মহম্মদ ইউনুস সরকার। কেননা রিপাবলিকান পার্টির সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো না। এবার বাংলাদেশকে কোনঠাসা হওয়া থেকে বাঁচাতে পাকিস্থানের সঙ্গে দ্বিপাক্ষিক (Bangladesh-Pakistan Relation) বানিজ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ পাকিস্থান পণ্যবাহী জাহাজ পরিসেবা শুরু করার বিষয়ে আলোচনা কথা জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্থানের হাইকমিশনার।
ভারতের সঙ্গে সম্পর্ক (Bangladesh-Pakistan Relation)
বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বানিজ্য ও কূটনৈতিক সম্পর্ক শেখ হাসিনা সরকারের আমলে অনেকটাই ভালো ছিল। অন্যদিকে মহম্মদ ইউনুস সরকার একাধিকবার ভারতের বিরুদ্ধে মুখ খোলায় সেই সম্পর্ক ততটা মজবুত নেই বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আর এতেই ব্যাপক চাপে রয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই চাপ কমাতেই পাকিস্থানের (Bangladesh-Pakistan Relation) সঙ্গে পণ্যবাহী জাহাজ পরিষেবা চালু করার সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞরা।
বাড়ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক
বাংলাদেশ এবার পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হল। মুহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম থেকে পাক বন্দর শহর করাচি পর্যন্ত সরাসরি পণ্যবাহী জাহাজ চালাতে আগ্রহী হয়েছে বলে একটি বাংলাদেশি সংবাদ সংস্থাকে বাংলাদেশে নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন। সরাসরি চলাচল করা এই পণ্যবাহী জাহাজ পরিষেবা পাকিস্থান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য এবং ব্যবসায়িক সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করবে। আর বাংলাদেশ ও পাকিস্থানের মধ্যে চলাচল করা এই সরাসরি পণ্যবাহী জাহাজ পরিষেবা এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ বলেও উল্লেখ করেন ঢাকায় থাকা পাক হাই কমিশনার।
এসেছে প্রথম জাহাজ
এরমধ্যে গত বুধবার প্রথম করাচি থেকে একটি জাহাজ সরাসরি চট্টগ্রামে এসেছে বলে জানা গিয়েছে বাংলাদেশের একটি সংবাদ সংস্থার মাধ্যমে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক বেশি প্রতিফলিত হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশে পাক সেনার অত্যাচার, গণধর্ষণ, হত্যালীলার কথা স্মরণ করে বাংলাদেশ পাকিস্থানের সঙ্গে দূরত্ব বাজায় রেখে চলতো। তবে গত ৫ আগস্ট গণবিক্ষোভের জেরে হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ভারতে চলে আসার পরে অনেক কাছাকাছি এসেছে ইসলামাবাদ-ঢাকা।
আরও পড়ুন: North Korea Drone: সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন তৈরির ছাড়পত্র দিলেন কিম জং উন
জিন্নার মৃত্যুদিবস পালন
গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের মদতে উর্দু শের-শায়েরিতে পালিত হয়েছে পাকিস্তানের জাতির পিতা মহম্মদ আলি জিন্নার ৭৬তম মৃত্যুদিবস। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবর্তে জিন্নাকে ‘জাতির জনক’ ঘোষণার পক্ষে সওয়ালও করা হয়েছিল সেই মঞ্চ থেকেই। এবার বাংলাদেশ ও পাকিস্থানের জল পথের বানিজ্যেও সেই ঘনিষ্ঠতার ছাপ মিললো।