ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২৩ অগস্ট ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দার(Bangladesh Pakistan Ties)। প্রায় তিন দশক পরে কোনও পাক বিদেশমন্ত্রী বাংলাদেশে আসছেন। স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে এ সফর ঘিরে জল্পনা তুঙ্গে।
ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের বার্তা (Bangladesh Pakistan Ties)
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা (yunus) সোমবার স্পষ্ট করেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সিদ্ধান্ত নেবে ঢাকা নিজেই(Bangladesh Pakistan Ties)। তাঁর কথায়,“পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটি আমি ঠিক করি না। একই ভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটি নিশ্চয়ই ভারত ঠিক করবে না।” এই মন্তব্যে বোঝা যাচ্ছে, ঢাকা তাদের পররাষ্ট্রনীতিতে স্বাধীন অবস্থান বজায় রাখতে চাইছে।
সম্পর্কের শীতলতা কাটানোর ইঙ্গিত (Bangladesh Pakistan Ties)
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক অনিশ্চয়তার মধ্যে ছিল। দীর্ঘদিন ধরে সরাসরি বাণিজ্য কার্যত বন্ধ ছিল(Bangladesh Pakistan Ties)। শেখ হাসিনার আমলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কিন্তু হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিষয়টিকে নতুন দিক দিচ্ছে।
- দ্বিপাক্ষিক বাণিজ্য চালুর উদ্যোগ: মাইক্রো ক্রেডিট পায়োনিয়ার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন বাণিজ্য পুনরুজ্জীবনের পদক্ষেপ নিয়েছে।
- ভিসা বিধি শিথিলকরণ: পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত নিয়ম সহজ করা হচ্ছে।

আরও পড়ুন: Kishore Kumar Birthday : সুরের সম্রাট কিশোর কুমারের ৯৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপ (Bangladesh Pakistan Ties)
ইসাক দারের এ সফরে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হবে বলে জানা গিয়েছে।
তৌহিদ জানিয়েছেন, “বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। অন্য দেশগুলির সঙ্গে যেমন সম্পর্ক আছে, পাকিস্তানের সঙ্গেও তেমন রাখতে চাই।”
পূর্ববর্তী পরিকল্পনা ব্যাহত হয়েছিল সংঘাতের কারণে (Bangladesh Pakistan Ties)
প্রসঙ্গত, গত এপ্রিলেই এই সফরের পরিকল্পনা ছিল। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সফর স্থগিত রাখা হয়। তবে সেই মাসেই পাক বিদেশসচিব আমনা বালোচ ঢাকায় এসেছিলেন। তখন থেকেই দারের সফরের জল্পনা শুরু হয়েছিল।

ভূরাজনৈতিক তাৎপর্য (Bangladesh Pakistan Ties)
বিশেষজ্ঞদের মতে, এ সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ(Bangladesh Pakistan Ties)।
- ভারতের উদ্বেগের প্রশ্নে বাংলাদেশ স্পষ্ট করেছে যে তারা ‘সার্বভৌম নীতি’ বজায় রাখবে।
- পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি চীনের ভূরাজনৈতিক প্রভাব বাড়াতে পারে কি না, তা নিয়েও বিশ্লেষণ চলছে।
বাংলাদেশের বার্তাই স্পষ্ট—কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারা, তবে অস্বাভাবিক মাত্রায় উন্নয়ন হবে না।