ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের অগাস্ট মাসে বিভিন্ন (Bank Holiday on August) জাতীয় ও আঞ্চলিক উৎসবের কারণে দেশের নানা প্রান্তে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে মোট ১৫ দিন। যদি আপনি এই মাসে ব্যাঙ্কে কোনও জরুরি কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ছুটির তালিকা দেখে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়াই ভালো।
ব্যাঙ্ক ছুটির প্রধান কারণ (Bank Holiday on August)
এই মাসে ব্যাঙ্ক ছুটি থাকছে মূলত স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী ও গণেশ চতুর্থীর (Bank Holiday on August) মতো বড় ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোর জন্য। পাশাপাশি রয়েছে আঞ্চলিক ছুটি, যেমন তেন্ডং লো রাম ফাত (সিকিম), দেশপ্রেমিক দিবস (মণিপুর), এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন (ত্রিপুরা)। নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই সব মিলিয়ে ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১৫-এ।
গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলি (Bank Holiday on August)
- ৩, ১০, ১৭, ২৪ ও ৩১ অগাস্ট: মাসের প্রতিটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday on August) সাপ্তাহিক ছুটির জন্য।
- ৯ ও ২৩ অগাস্ট: দ্বিতীয় ও চতুর্থ শনিবার হিসেবে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৫ অগাস্ট: ভারতের স্বাধীনতা দিবস, জাতীয় ছুটি। একই দিনে পড়েছে পারসি নববর্ষ ও জন্মাষ্টমী, এই দিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৭-২৮ অগাস্ট: গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: Mamata Banerjee: বাঙালি হেনস্থা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, পরোক্ষভাবে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ!
অঞ্চলভিত্তিক ব্যাঙ্ক ছুটি
বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব অনুযায়ী নির্ধারিত হয়েছে ব্যাঙ্ক ছুটি। উদাহরণস্বরূপ, ৮ অগাস্ট গ্যাংটকে ছুটি থাকবে তেন্ডং লো রাম ফাত উপলক্ষে। আবার ১৩ অগাস্ট ইম্ফলে ছুটি থাকবে দেশপ্রেমিক দিবস উপলক্ষে। এমনকি ২৫ অগাস্ট গুয়াহাটিতে ছুটি রয়েছে শ্রীমন্ত শঙ্করদেবের তিরোধান উপলক্ষে।
