ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার অন্দরে এই খবর আগেই পাওয়া গিয়েছিল, যে এবার পর্দায় অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) আসছেন নেগেটিভ চরিত্রে (Bansara)। তিনি শয়তানি করবেন, আর পুলিশ হয়ে তাঁকে রুখবেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) । পুরুলিয়ার জঙ্গলে ঘেরার প্রত্যন্ত গ্রামের পটভূমিকায় খুব শীঘ্রই আসছে ‘বানসারা’ (bansara) ছবি। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রের ফার্স্ট লুক।
মুখ্য চরিত্রে অপরাজিতা (Bansara)
মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছেন অপরাজিতাকে। গ্রামের জমিদার কন্যা ক্ষমতাবলে নিয়ম তৈরি করেছেন (Bansara)। সেই নিয়মের ঘেরাটোপেই চলতে হয় গ্রামবাসীদের। মাইথোলজির চাদরে মোড়া টানটান ক্রাইম থ্রিলার ছবি। যার পরতে পরতে শুধুই রহস্য। এই সমস্ত রহস্যের জট খুলবে, একদম শেষে গিয়ে।
পুরুলিয়ায় চলছে শুটিং (Bansara)
২০২৫ এর পুজোতে আসছে ‘বানসারা’ (Bansara)। মুক্তি পাবে পিএম মুভিজের ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনায়। পুরুলিয়ার বহু জায়গার শ্যুটিং সেট তৈরি করে চলছে শ্যুটিং। ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজির গল্প। ছবির প্রতিটি লুকে রয়েছে বড় চমক। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। ছবিতে অভিনেত্রী অপরাজিতাকে দেখা যাবে বড়ো মা চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেশ নামক পুলিশ চরিত্রে।
আরও পড়ুন: Monali Thakur: অতিরিক্ত কাজের চাপে মোনালি, মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি

‘বানসারা’র গল্প
‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। তিনি এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় গৌরীকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। বানসারার রক্ষক এবার হবেন কে! সেই উত্তর থাকছে ‘বানসারা’ ছবিতে। অন্যদিকে ছবিতে আরও এক মুখ্য চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার।
আরও পড়ুন: Rubel-Shweta: রিসেপশনে রুবেল-শ্বেতার রাজকীয় সাজ, হানিমুনে কোথায় যাচ্ছেন?

পরিচালকের বক্তব্য
পরিচালক অতিউল ইসলাম জানান “পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছয়শো-সাতশো টেকনিশিয়ান নিয়ে শ্যুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে এর আগে এইভাবে দর্শক দেখেনি এই টুকু বলতে পারি। এটা পুজোর বড় ছবি হতে পারে”।