ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার মার্কিন রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করল একটি ভিডিও (Barak Obama)। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেটি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে— প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এফবিআই হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তবে বাস্তবে নয়, এটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর একটি কল্পিত ভিডিও।
ভিডিওর বিষয়বস্তু (Barak Obama)
- ভিডিওটির শুরুতে ওবামাকে বলতে শোনা যাচ্ছে, “কেউ না, এমনকি প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন।”
- এর পর একই মন্তব্য শোনা যায় জো বাইডেন-সহ আরও কয়েকজন প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের মুখে।
- হঠাৎ দৃশ্য বদলে দেখা যায়, হোয়াইট হাউসে এফবিআই আধিকারিকরা ওবামার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে।
- ট্রাম্প পাশেই বসে হাসছেন।
- ভিডিওর শেষ দৃশ্যে জেলের ভিতরে কমলা রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছেন ওবামা।
- ভিডিওর উপরে বড় অক্ষরে লেখা, “কেউই আইনের ঊর্ধ্বে নন।”
কেন পোস্ট করলেন ট্রাম্প? (Barak Obama)
এ বিষয়ে ট্রাম্প নিজে কোনও ব্যাখ্যা দেননি (Barak Obama)। ফলে রাজনৈতিক মহলে নানা জল্পনা,
- তিনি কি ইঙ্গিত দিচ্ছেন যে ওবামার বিরুদ্ধে তদন্ত বা গ্রেফতারের সময় এসেছে?
- নাকি এটি কেবল রাজনৈতিক প্রচারণা এবং প্রতিপক্ষকে বিদ্রূপ করার কৌশল?

আরও পড়ুন: Ceasefire in DR Congo : ডিআর কঙ্গো-এম২৩ সংঘর্ষবিরতি! আমেরিকার মধ্যস্থতায় ঐতিহাসিক চুক্তি
ট্রাম্প বনাম ওবামা দ্বন্দ্ব (Barak Obama)
কয়েক দিন আগেই ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড অভিযোগ করেছিলেন—
- ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের (Donald J. Trump) জয়কে খাটো করে দেখানোর চেষ্টা করেছিলেন ওবামা।
- তিনি ওবামার বিরুদ্ধে বিচার শুরুর দাবি তুলেছিলেন।
এই বক্তব্যের পর থেকেই ট্রাম্প ও ওবামার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আরও প্রকাশ্য হয়েছে।
আরও পড়ুন:
রাজনৈতিক প্রতিক্রিয়া (Barak Obama)
- ডেমোক্র্যাট শিবিরে ক্ষোভ: অনেকে এই ভিডিওকে অশোভন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে সমালোচনা করছেন।
- সমর্থকদের উল্লাস: ট্রাম্পপন্থীদের একাংশ আবার এটিকে “রাজনৈতিক বার্তা” হিসেবে দেখছে।
- সোশ্যাল মিডিয়ায় শোরগোল: ভিডিওটি প্রকাশের পর থেকেই একে কেন্দ্র করে হইচই চলছে।

পূর্ববর্তী বিতর্কিত মুহূর্ত (Barak Obama)
উল্লেখ্য, কয়েক মাস আগে প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে ট্রাম্প এবং ওবামাকে পাশাপাশি বসে আলাপ করতে দেখা গিয়েছিল। সেই ভিডিও নিয়ে তখনই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল। এবার ট্রাম্পের নতুন এআই ভিডিও সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।