ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশের বস্ত্রশিল্পকে(Bastrashilpa) আরও সম্প্রসারিত করতে উদ্যোগী হয়েছেন বস্ত্র মন্ত্রক। এই উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৭ ই ফেব্রুয়ারি দিল্লি এবং নয়ডায় ‘ভারত টেক্স-২৪’ নামে একটি মেলার আয়োজন করেছেন তাঁরা।
কী বললেন বস্ত্রমন্ত্রী? (Bastrashilpa)
এই মেলার প্রচারের জন্য গত ডিসেম্বরে আয়োজিত একটি রোড শো-এ যোগ দিতে কলকাতায় এসেছিলেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ(Bastrashilpa)। সেখানেই তিনি জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে দেশে তৈরি জামা কাপড় সহ বস্ত্রের বাজারকে ৩৫০০০ কোটি ডলারে যা ভারতীয় মূল্যে হয় প্রায় ২৯,৪০,০০০ কোটি টাকা এই লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এই সঙ্গে তিনি জানিয়েছেন, এখন সারা দেশে এই ক্ষেত্রে আপাতত কাজ করেন ৪.৫ কোটি কর্মী। এবং বস্ত্রমন্ত্রী জানিয়েছেন, এই বস্ত্রশিল্পে(Bastrashilpa) ছয় কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
কী দাবি করেছেন বস্ত্রসচিব? (Bastrashilpa)
বস্ত্রশিল্পের(Bastrashilpa) বস্ত্রসচিব রোহিত কানসাল দাবি করেছেন, এই বস্ত্র শিল্পে লগ্নির সুযোগ অনেকাংশে বেশি। বর্তমানে দেশের বস্ত্র বাজার ১৭,৬০০ কোটি ডলারের যা ভারতীয় মূল্যে প্রায় ১৪,৭৮,৪০০ কোটি ডলার টাকার। এর মধ্যে রপ্তানীর বাজার ৩৫০০ থেকে ৪০০০ কোটির যা ভারতীয় মুল্যের প্রায় ২,৯৪,০০০ থেকে ৩,৩৬,০০০ কোটি টাকা। কলকাতার বাজার ৩০০ কোটি টাকা ডলারের যা ভারতীয় মূল্যে ২৫,২০০ কোটি টাকা।সচিব দাবি করেছেন দেশে এই বাজারকে দ্বিগুণ করতে দরকার ১০,০০০ কোটি টাকার লগ্নি। রফতানি বৃদ্ধিতেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে গত এক বছরে বস্ত্র শিল্পের বৃদ্ধির হার প্রায় ৩৫%।
আরও পড়ুন:Share Market Crash: সেনসেক্স ও নিফটির বড় পতন, বাজার থেকে উধাও ১৪ লক্ষ কোটি!
বাংলার দুর্গাপুরে সিনার্জি সম্মেলন
এদিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল সিনার্জি সম্মেলন । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ বস্ত্রশিল্পে(Bastrashilpa) আশার বাণী শুনিয়েছিলেন তিনি ৷ এক সময়ে বস্ত্রশিল্পে পিছিয়ে পড়েছিল রাজ্য ৷ সেই বস্ত্রশিল্পে ফের উন্নতি ঘটছে বাংলায় ৷ দুর্গাপুরে সিনার্জি সম্মেলনে এমনটাই দাবি করেছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা । এখন এ রাজ্যে পাওয়ার লুম এবং হ্যান্ডলুম এই দুইয়ের কারণেই বস্ত্রশিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে বলে জানান তিনি ।
টেক্সটাইল শিল্পে আশাবাদী মুখ্যমন্ত্রী
সিনার্জি সম্মেলনের অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছিলেন, আসানসোলে ইতিমধ্যেই পাওয়ার লুমের একটি বড় কারখানা প্রতিষ্ঠা পেয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেক্সটাইল শিল্পকে এ রাজ্যে আরও এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন । তিনি আশা রাখেন এই শিল্প রাজ্যে অনেক এগিয়ে যাবে।