ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। রবিবার রাতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল ঢাকার (Dhaka) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা। বাঁশের লাঠি, রড, পাইপ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত প্রায় ২৮ জন।
পড়শি দেশের রাজধানী (Dhaka) হয়ে উঠল রণক্ষেত্র। রবিবার রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত ঢাকার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। পুলিশের টিয়ারশেল ও সাউণ্ড গ্রেনেডের আঘাতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। মধ্যরাতে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। সোমবার সকাল থেকেই তেজগাঁও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: জামিন মামলা ঝুলে পার্থ সহ ৫ জনের, শুনানি হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে
আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’ জামিনের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় বচসা। তারপর তাদের সংঘর্ষ বিশাল আকার ধারণ করে। রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত দুই পক্ষে পাল্টা পাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। আপাতত ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।
আরও পড়ুন: Allegation of Harassment: রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী ব্যক্তি
সম্প্রতি, ঢাকায় (Dhaka) রবিবার সারাদিন ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধ-ভাঙচুরে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। শিক্ষার্থীদের আন্দোলন-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনে-রাতে। সপ্তাহের প্রথম রবিবার কর্ম দিবসে এই আন্দোলন-সংঘর্ষ-ভাঙচুরে আতঙ্ক ও যানজটে নাকাল হয়েছেন ঢাকার কর্মমুখী মানুষ।