ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপ ২০২৫ নিয়ে তুঙ্গে জল্পনা (BCCI agrees to host Asia Cup)। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় টুর্নামেন্টটি নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনার পর দূর হল জট, ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষা (BCCI agrees to host Asia Cup)
এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে (BCCI agrees to host Asia Cup)। জম্মু ও কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার পর টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই সব বাধা এখন কেটে গেছে। বহু প্রতীক্ষিত এই মহাদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর বার্ষিক সাধারণ সভায়। এই বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।
নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব ভারতের (BCCI agrees to host Asia Cup)
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করতে রাজি (BCCI agrees to host Asia Cup)। সম্ভাব্য ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে দুবাই ও আবু ধাবিকে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ECB) সঙ্গে তিনটি মাঠ ব্যবহারের চুক্তি করা হয়েছে। তবে সূত্রের মতে, টুর্নামেন্টে মাত্র দুটি মাঠই ব্যবহৃত হবে। এই আট দলের টুর্নামেন্ট আয়োজনের অধিকার রয়েছে ভারতীয় বোর্ডের কাছে। গত মে মাসে সূত্র মারফত জানা গিয়েছিল, পাহেলগামে পর্যটক খুনের ঘটনার পর ভারত এই টুর্নামেন্টে খেলবে না এবং এর আয়োজনেও অংশ নেবে না।
আরও পড়ুন: Andre Russell Retires: সাবাইনা পার্কে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আন্দ্রে রাসেল
শীঘ্রই দেখা করবেন রাজীব শুক্লা ও মোহসিন নকভি
BCCI-র সহ-সভাপতি রাজীব শুক্লা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মোহসিন নকভি আগামী কয়েক দিনের মধ্যেই বৈঠকে বসবেন। সেই বৈঠকে চূড়ান্ত হবে ভেন্যু ও সূচি। সূত্রের মতে, সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ পর্যন্ত সময়কে সম্ভাব্য উইন্ডো হিসেবে ধরা হয়েছে। এই টুর্নামেন্ট হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।
স্পনসরদের সঙ্গে আলোচনা ও বিজ্ঞাপন রাজস্বের হিসেব
শুক্লা ও নকভি খুব শীঘ্রই স্পনসরদের সঙ্গে আলোচনায় বসবেন। উদ্দেশ্য—বাণিজ্যিক পরিকল্পনার জন্য যথেষ্ট সময় পাওয়া। টুর্নামেন্টের একটি বড় অংশের আর্থিক সহায়তা আসে ভারতের স্পনসর ও সম্প্রচারকদের কাছ থেকে। ২০২৪ সালে এশিয়া কাপের সম্প্রচার রাইট পেয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI)। ৮ বছরের জন্য চুক্তির পরিমাণ প্রায় ১৭০ মিলিয়ন ডলার। এ বছর সেপ্টেম্বরে ১৯ দিনের জন্য এশিয়া কাপের সময়সূচি নির্ধারিত হয়েছিল। অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ সেখানে হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া ফাইনালেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে, সেটি বিজ্ঞাপনদাতাদের বিপুল লাভ এনে দিত।
আরও পড়ুন: Shubman Gill on Team India Squad: চতুর্থ টেস্টের আগে বড় আপডেট! নেই আকাশ দীপ, কিপিং করবেন পন্থ
ঢাকার বৈঠক নিয়ে দ্বিধা, শেষে ভার্চুয়ালি অংশ নিল ভারত
গত সপ্তাহেই BCCI জানিয়ে দেয়, যদি বৈঠক ঢাকায় হয়, তবে তারা অংশ নেবে না। কারণ, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে বুধবার ACC-র পক্ষ থেকে জানানো হয়, রাজীব শুক্লা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন। প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্টে নির্ধারিত ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে, দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের কারণেই।