Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান ম্যাচের দুদিন কেটে গেলেও এখনও বিতর্ক থামে নি। হাত না মেলানো নিয়ে এখনও চর্চা অব্যাহত (Ind vs Pak)।
পাকিস্তানকে কড়া জবাব দিলো BCCI (Ind vs Pak)
ভারত-পাকিস্তান ম্যাচের আগে থেকেই চলছে বিতর্ক আর সেই বিতর্কে নতুন সংযোজন ‘নো হ্যান্ডশেক’। ১৪ তারিখ এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। ঘটনার সূত্রপাত তারপরে। সাধারণত খেলার শেষে সৌজন্যতার খাতিরে দুই দলকে দেখা যায় একে অপরের সাথে হাত মেলাতে কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে সেই ছবি দেখা যায় নি। বরং ম্যাচের শেষে ভারতীয় দল পাকিস্তানের স্তাহে হাত না মিলিয়েই মাঠ ছারে আর সেই নিয়েই ক্ষুদ্ধ পাক ক্রিকেট বোর্ড (Ind vs Pak)।
এই বিষয় নিয়ে জলঘোলা করেই চলেছে পাকিস্তান। তারা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটক ও ভারতীয় দলের বিরুদ্ধে নালিশও জানিয়েছে ICC-র কাছে। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা সাংবাদিক বৈঠকেও অংশ নেন নি। তবে এবার এই বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতীয় বোর্ডের এক কর্তা (Ind vs Pak)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই কর্তা সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্তের সমর্থনে বলেছেন দুই দেশের মধ্যে এখন যা সম্পর্ক তাতে ভারতীয় অধিনায়ক ঠিকই করেছেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন ‘খেলার শেষে বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা নিয়ে আলাদা করে কিছু লেখা নেই। সম্মান জানাতে দুই দল সেটা করে থাকে। কিন্তু এর কোনও নিয়ম নেই আর নিয়ম না থাকলে পাকিস্তান কোন ভিত্তিতে অভিযোগ করছে’।

আরও পড়ুন: Himachal Pradesh: উত্তরাখণ্ড ও হিমাচলে ফের মেঘভাঙা বৃষ্টি, বিধ্বংসী জলপ্রবাহে লণ্ডভণ্ড পরিবেশ!
সেই আধিকারিক আরও কড়া ভাষায় বলেন ‘যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এত খারাপ, যে দেশ আমাদের ক্ষতি চেয়েছে সবসময় তাদের সঙ্গে কেন হাত মেলাব।’ বরং তিনি বলেন সূচি মেনে ভারত খেলছে। তার বেশি কোনও সম্মান দেখানো হবে না। প্রসঙ্গত সেদিন খেলার শেষে দেখা যায় ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটাররা।
তবে ক্রীড়া বিশেষজ্ঞদের মতে বিশ্বের সামনে ভারতের কাছে এই লজ্জাজনক হার মেনে নিতে না পেরেই অভিযোগ ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে পাকিস্তান (Ind vs Pak)।