Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের (BCCI on Kohli) বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।
আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি (BCCI on Kohli)
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) অবশেষে ব্যাটসম্যান বিরাট কোহলির (BCCI on Kohli) হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে মুখ খুলল। চলতি মাসের শুরুতেই কোহলি এই চমকে দেওয়া সিদ্ধান্ত নেন। এর কিছুদিন আগেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মাও অবসরের ঘোষণা করেন। শনিবার একটি সাংবাদিক বৈঠকে ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর জানান, বিরাট কোহলি এপ্রিলের শুরুতেই BCCI-কে তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি তখনই স্থির করে ফেলেছিলেন, টেস্ট ক্রিকেট ছেড়ে দেবেন।
আগারকর বলেন, “বিরাট এপ্রিলের শুরুতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জানিয়েছিল, ওর সিদ্ধান্ত পাকা।”
নতুন অধিনায়ক শুভমন গিল (BCCI on Kohli)
টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলকে নিয়োগ করেছে নির্বাচক কমিটি (BCCI on Kohli)। তাঁর সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ঋষভ পন্থকে। রোহিত ও কোহলির অবসরের পর নেতৃত্বে এই রদবদল প্রত্যাশিতই ছিল। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান বি সাই সুদর্শন। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন করুণ নায়ার।
দলে নেই শামি, ফিটনেসের ঘাটতির কারণে বাদ
পেসার মোহাম্মদ শামিকে দলে রাখা হয়নি। কারণ, তিনি দীর্ঘ সিরিজ খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন বলে জানিয়েছেন আগারকর। তিনি বলেন, “ওর ফিটনেস এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি, যেটা আমরা আশা করছিলাম। আমরা ওকে দলে দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হচ্ছে না।” অস্ট্রেলিয়া সফরে দলে থাকা হর্ষিত রানা ও সরফরাজ খানকে এই সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ভারতীয় স্কোয়াড: ইংল্যান্ড সফরের জন্য
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।
আরও পড়ুন: Ronaldo leaving Al Nassr: ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! মরক্কো না ব্রাজিল?
চাপের মধ্যে গিল, কিন্তু নির্বাচকদের ভরসা পূর্ণ
দলের নেতৃত্ব নিয়ে আগারকর বলেন, “গত এক বছর ধরেই আমরা গিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছিলাম। এটা চাপের কাজ, কিন্তু ও অসাধারণ একজন খেলোয়াড়। আমরা ওর জন্য শুভেচ্ছা জানাই।” কোহলি ও রোহিতের পর নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়া এখন BCCI-র কাছে বড় দায়িত্ব। ইংল্যান্ড সফরে সেই নতুন অধ্যায় শুরু হবে শুভমন গিলের নেতৃত্বে।