ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এখনও গোটা দেশ শিহরিত। সন্ত্রাসবাদীদের গুলিতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। তার মধ্যে পশ্চিম বঙ্গের তিন বাসিন্দাও রয়েছেন। এই সন্ত্রাসবাদী হামলার নিন্দায় সড়ক হইছে দেশের সমস্ত মহল। তাতে শামিল ক্রীড়া ক্ষেত্রের মানুষরাও (IPL 2025)। একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব মঙ্গলবারে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা ও নিহতদের শ্রদ্ধা জানিয়ে বুধবার আইপিএল ম্যাচে একাধিক বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর।
জঙ্গি হামলার আঁচ আইপিএল -এ (IPL 2025)
মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রভাব পড়ল এবার ক্রিকেট মাঠেও। ইতিমধ্যেই এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার এই জঙ্গি হামলার নিন্দা জানিয়ে আইপিএলে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার আইপিএলের ম্যাচে (IPL 2025) তিনটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)।
খেলা শুরুর আগে নীরবতা পালন (IPL 2025)
বুধবার আইপিএলে হায়দরাবাদের মাঠে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স (IPL 2025)। দুই দলের কাছেই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচে আইপিএল-এর অন্যান্য ম্যাচে মাঠে যে চিত্র দেখা যায়, তা দেখা যাবে না। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বুধবার সন্ধ্যায় সানরাইজার্স ও মুম্বই ম্যাচে দুই দলের সমস্ত ক্রিকেটার সহ আম্পায়াররাও কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। খেলা শুরুর আগে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে স্টেডিয়ামে।
মাঠে থাকবে না কোনও চিয়ারলিডার
এই ম্যাচে মাঠে থাকবে না কোনও চিয়ারলিডার। সাধারণত আইপিএলের প্রত্যেক ম্যাচেই মাঠে থাকেন চিয়ারলিডাররা। ব্যাটসম্যানরা বাউন্ডারি মারলে বা বোলাররা উইকেট নিলে দুই দলের চিয়ারলিডাররা নাচ করে দর্শকদের মনোরঞ্জন করেন। কিন্তু পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা করে বুধবার হায়দরাবাদ এবং মুম্বই ম্যাচে কোনও চিয়ারলিডার থাকবে না বলেই জানিয়ে দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন : East Bengal : কোচ অস্কারের সঙ্গে ঝামেলা, চুক্তিভঙ্গ করে ইস্টবেঙ্গল ছাড়লেন ‘বিশৃঙ্খল’ ক্লেটন সিলভা
উল্লাস প্রদর্শন করা হবে না
দর্শকদের মনোরঞ্জনের জন্য আইপিএল এর প্রতি ম্যাচেই বাজি এবং আলোর প্রদর্শনী থাকে। প্রতি ম্যাচেই ইনিংসের বিরতিতে হয় আলো ও লেজার শো প্রদর্শনী। খেলা শেষে হয় আতশবাজির প্রদর্শনী। কিন্তু বুধবারের ম্যাচে সেই সমস্ত কিছুই বন্ধ রাখা হয়েছে। দর্শকদের মনোরঞ্জনে কোনরকম উল্লাস প্রদর্শন করা হবে না বলে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।