ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার বিদেশ সফরে স্ত্রীদের নিয়ে যাওয়া নিয়ে নতুন নিয়ম আনছে বিসিসিআই(BCCI)। বিদেশ সফরে টিমের সঙ্গে পুরো সময় থাকতে পারবে না ক্রিকেটারের পরিবার। সম্প্রতি বর্ডার-গাওস্কর ট্রফি জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হার মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই কি ক্রিকেটারদের বিরুদ্ধে আরও কঠোর হতে চাইছে বোর্ড। তবে বোর্ডের এই নতুন ভাবনা সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তও হতে পারে। বিপ্লবী হতে পারেন ক্রিকেটাররাও। কি সেই বিসিসিআইএর নতুন ভাবনা?
ক্রিকেটারদের বিদেশ সফরে সঙ্গীদের উপর কোপ?(BCCI)
সাম্প্রতিক সময়ের একাধিক বিদেশ সফরে দেখা গিয়েছে, ক্রিকেটারদের স্ত্রীরাও উপস্থিত থাকেন। যেমন অস্ট্রেলিয়ায় বিরাটের(Virat Kohli)সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা বা কেএল রাহুলের(KL Rahul) সঙ্গে আথিয়া শেট্টি। স্টেডিয়ামে তাঁরা উপস্থিত ছিলেন, আবার বাইরেও বিরাট-অনুষ্কার হাতে-হাত ধরে ঘোরার ছবি ভাইরাল হয়েছিল। এবার বিদেশ সফরে স্ত্রীদের নিয়ে যাওয়ার বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে বিসিসিআই(BCCI)।এ বার থেকে কোনও সফরে টিমের সঙ্গে পুরো সময় থাকতে পারবে না ক্রিকেটারের পরিবার।
অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর কড়া অবস্থান বিসিসিআইয়ের(BCCI)
সূত্রের খবর, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ অর্থাৎ ১৪ দিন থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। আর ছোট সফরের ক্ষেত্রে মাত্র ৭ দিন টিমে সঙ্গে একই হোটেলে থাকার সুযোগ থাকবে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এখানেই শেষ নয়। এখন থেকে শুধুমাত্র টিম বাসেই যাতায়াত করবেন ক্রিকেটাররা। আলাদা করে যাওয়ার স্বাধীনতা থাকবে না। দলের সবার সঙ্গে যাতায়াত করতে হবে। সাম্প্রতিক সময়ে কোহলিকে দেখা গিয়েছে নিজের মতো যাতায়াত করতে। সেটাও বন্ধ করতে চাইছে বোর্ড। বিদেশ সফরের ক্ষেত্রে টিমকে আরও বেশি ফোকাসড রাখতে কি এই নিয়ম বিসিসিআইএর(BCCI)? তা নিয়ে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন : Mohunbagan ISL 2024-2025: ম্যাকলারেনের গোলে মোহনবাগানের ডার্বি জয়েও রেফারিং বিতর্ক
সহকারী কোচদের নিয়েও সিদ্ধান্ত বোর্ডের?
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর সহকারী কোচদের নিয়েও সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। ভারতীয় কোচের ম্যানেজার গৌরব অরোরা এখন থেকে টিম হোটেলে থাকতে পারবেন না, স্টেডিয়ামের ভিআইপি বক্সেও বসতে পারবেন না। এমনকী দলের বাসের সঙ্গেও যেতে পারবেন না তিনি। এছাড়া সাপোর্ট স্টাফদের সময়সীমা সর্বোচ্চ তিন বছর করা হবে।
আরও পড়ুন : Tamim Iqbal: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটার তামিমের
যদিও গম্ভীরের সঙ্গে চুক্তি তিন বছরের বেশি সময়ের। গত বছর ৯ জুলাই দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর(Gautam Gambhir)। তাঁর সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে বোর্ড। প্রায় সাড়ে তিন বছরের চুক্তি রয়েছে তাঁর। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেন অভিষেক নায়ার, মর্নি মর্কেল এবং রায়ান টেন দুশখতে। তাঁদের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।