ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ড সিরিজে নতুন বেশে কোহলিরা। এক দিনের(India vs England 1st ODI) ক্রিকেটে নতুন জার্সি পরে নেমেছে ভারত। এক দিন আগেই প্রকাশ্যে আসে ভারতের নতুন ওডিআই জার্সি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকেই সেই জার্সি পরে খেলতে নেমেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ম্যাচের আগে সেই জার্সি প্রকাশ্যে এনেছে বোর্ড।
এক দিনের সিরিজে নতুন জার্সিতে ভারত(India vs England 1st ODI)
নাগপুরে বৃহস্পতিবার শুরু এক দিনের সিরিজ। তার আগে সমাজমাধ্যমে একটি পোস্টে বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ এবং বরুণ চক্রবর্তীকে নতুন জার্সিতে(India vs England 1st ODI) দেখা গিয়েছে।
ভারতীয় জার্সির মধ্যে সেরা কিট এটাই(India vs England 1st ODI)
অনেকের মতে, অ্যাডিডাসের বানানো সমস্ত ভারতীয় জার্সির(India vs England 1st ODI) মধ্যে সেরা কিট এটাই। নতুন জার্সিতে মূল রং নীল রাখা হলেও কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা। অতীতে জার্সিগুলিতে কমলা রঙের ব্যবহার করা হতো। তবে নতুন জার্সিতে ভারতের জাতীয় পতাকার তিনটি রংই সেখানে রয়েছে। সঙ্গে সাদা ‘স্ট্রাইপ’ দেওয়া। নতুন জার্সি পরে বেশ উজ্জীবিত দেখিয়েছে কোহলিদের। সমর্থকদের মধ্যেও এই জার্সি প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: Mohun Bagan beats Punjab FC: পঞ্জাবকে ৩ গোলে হারিয়ে প্লে-অফে মোহনবাগান সুপার জায়ান্ট
নতুন জার্সি পরে খেলে ফেলেছে ভারতের মহিলা দল
তবে ভারতের মহিলা দল ইতিমধ্যেই এই জার্সি পরে খেলে ফেলেছে। আয়ারল্যান্ড সিরিজে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরেরা এই জার্সি পরেই খেলেছিলেন। পুরুষ দল প্রথম বার এই জার্সি পরবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোহলিদের এই জার্সি পরে দেখা যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিক ভাবে কোনও জার্সি এখনও প্রকাশ করেনি বিসিসিআই(BCCI)। তবে মনে করা হচ্ছে, এই জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারতীয় দল(Indian Cricket Team)। তবে আইসিসির নিয়ম অনুযায়ী কিছু পরিবর্তন আনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে।
বৃহস্পতিতে প্রথম ODI-তে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুমরার খেলা নিয়ে বাড়ছে সংশয়। অন্য দিকে স্পিনার বরুণ চক্রবর্তী শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে। চোটগ্রস্ত বুমরার জায়গায় তিনি সুযোগ পেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে নেমেছে ভারত। তার আগে প্রকাশ্যে এল ভারতের নতুন ওডিআই জার্সি। বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার প্লেয়ারদের নতুন জার্সি পরে ফটোসেশনের ছবি শেয়ার করা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। রবিবার দ্বিতীয় ম্যাচ কটকের বরাবাটি স্টেডিয়ামে। বুধবার তৃতীয় ম্যাচ অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।