ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান-ইজরায়েলের যুদ্ধে কাঁপছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার রাত থেকে ইজরায়েলে ইরান মিসাইল ছোঁড়ায় নতুন করে মধ্য এশিয়ার আকাশে ছড়িয়েছে উত্তেজনা। এদিকে ইরানি মিসাইল আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রাণপণে দৌড় লাগালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ইরানের মিসাইল হানা থেকে প্রাণরক্ষা করতে ইজরায়েলের প্রধানমন্ত্রী দৌড়ে ব্যাঙ্কারে আশ্রয় নিচ্ছেন। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোরচর্চা।
এদিকে ইজরায়েলের উপরে প্রায় ২০০ মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। অন্যদিকে, ইজরায়েলও লেবাননে অভিযান চালাচ্ছে। এই মিসাইল হামলার চরম মূল্য চোকাতে হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকাও।
আরও পড়ুন: https://tribetv.in/tollywood-actress-koel-mallick-share-her-good-news-of-second-time-pregnancy/
এতদিন ছায়াযুদ্ধ চললেও, এবার সম্মুখ সমরে ইরান-ইজরায়েল। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে হিজবুল্লা প্রধানের নিকেশের পরই যুদ্ধের আঁচ বেড়েছিল। বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মঙ্গলবার সেই আক্রমণই শুরু হয়। ইজরায়েল লক্ষ্য করে কমপক্ষে ১৮১টি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরান। এক বছর আগে যুদ্ধ বেঁধেছিল হামাস ইজরায়েলের। এক বছর পেরিয়ে সেই যুদ্ধ মোড় নিয়েছে অন্যদিকে।
আরও পড়ুন: https://tribetv.in/two-teens-enter-delhi-hospital-under-pretext-of-injury-shoot-doctor/
এখন সম্মুখ সমরে ইজরায়েল-ইরান। ইজরায়েলের উপরে প্রায় ২০০ মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। অন্যদিকে, ইজরায়েলও লেবাননে অভিযান চালাচ্ছে। এই মিসাইল হামলার চরম মূল্য চোকাতে হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকাও। চিন্তায় রয়েছে ভারতও। ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে দাম বাড়তে পারে তেলের। এবার কোন মোড় নেবে যুদ্ধ, তাই-ই এখন দেখার।