Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ চলছে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংস্থা বিইএমএল-এ (BEML Limited)। যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারেবন সংস্থার ওয়েবসাইটে গিয়ে।
কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ (BEML Limited)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। প্রায় পাঁচশোর কাছাকাছি শূন্যপদের কথা নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইএমএল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে নির্ধারিত মেয়াদে কাজের সুযোগ পাবেন নিযুক্ত প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে (BEML Limited)।
অপারেটর পদে কাজের সুযোগ রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)-এ। বিভিন্ন বিভাগের জন্য নিয়োগ করা হবে ফিটার, টার্নার, ওয়েল্ডার, মেশিনিস্ট এবং ইলেকট্রিশিয়ান। মোট শূন্যপদের সংখ্যা ৪৪০। নিযুক্তেরা সর্বাধিক চার বছর কাজের সুযোগ পাবেন সংস্থায়। নির্ধারিত পদের জন্য পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে। নিযুক্তদের বেসিক পে হবে মাসে ১৬,৯০০ টাকা।
আরও পড়ুন: Indian Population: ৫০ বছরে ভারতে মৃত্যুহার অর্ধেক, শিশুমৃত্যুও রেকর্ড হারে কমেছে!
আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কোর্সে ফার্স্ট ক্লাস অর্থাৎ ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের। বয়সসীমা সম্পর্কে সংস্থার তরফে নির্দিষ্ট করে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকছে বয়সের ছাড় (BEML Limited)।
ইচ্ছুক প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং কর্মী নিয়োগ হবে। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য পেতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে (BEML Limited)।