ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহু প্রাচীন কাল থেকেই রান্নায় গরমমশলা হিসেবে লবঙ্গ(Clove)দেওয়ার চল। এই মশলা উঁকি মারে ঠাকুরমা-দিদিমার পানের বাটাতেও। মুখশুদ্ধি হিসেবে জোয়ান কিংবা মৌরির মতো ঘুরতে-ফিরতে মুখে লবঙ্গ দেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। আগে তো মাউথ ফ্রেশনারের চল ছিল না, মুখের দুর্গন্ধ দূর করার টোটকাই ছিল লবঙ্গ।
মারাত্মক কাশি, গলা খুসখুস থেকে রেহাই পেতেও লবঙ্গের চা দারুণ উপকারী। আর দু-চারটে লবঙ্গ মুখে পুরে দিলেই পালাবে সমস্ত অসুখ-বিসুখ। লবঙ্গের গুণেই জব্দ হয় নানা শারীরিক সমস্যা। লবঙ্গে উপকারী উপাদানের অভাব নেই। দৈনন্দিন জীবনের অঙ্গ যদি হয় লবঙ্গ, তবে সুস্থ থাকা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। পুষ্টিবিদেরা বলছেন, রোজ লবঙ্গ খাওয়ার একধিক উপকারিতা রয়েছে। জানেন, সেগুলি কী?
মুখগহ্বরের স্বাস্থ্য(Clove)
মুখের দুর্গন্ধ, মাড়ির সমস্যা থেকে দাঁতের যন্ত্রণা— ঘরোয়া টোটকা হিসেবে লবঙ্গ(Clove)বেশ কাজের। লবঙ্গের প্রদাহনাশক উপাদান হিসাবে মুখের মধ্যে খারাপ ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত রুখে দিতে পারে। মাড়ির যে কোনও ধরনের সংক্রমণে লবঙ্গ তেলও কাজে লাগে।

হজম ভাল হয়(Clove)
হজমের সমস্যা হলেও আয়ুর্বেদে লবঙ্গ(Clove) ব্যবহারের কথা বলা হয়। লবঙ্গ হজমে সহায়ক উৎসেচকগুলির ক্ষরণ বাড়িয়ে তোলে। লবঙ্গ গ্যাস, বমি বমি ভাব এবং পেটফাঁপার মতো সমস্যা কমাতেও সাহায্য করে।

আরও পড়ুন: Eye Health: চশমা পরতে ভাল লাগে না? চোখের জ্যোতি বৃদ্ধি করতে নিয়মিত খান এই ৫ খাবার
রক্তে শর্করা নিয়ন্ত্রণ
বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজ়ের মাত্রা এবং ইনসুলিন সেনসিটিভিটি— দুই-ই নিয়ন্ত্রণে থাকে। তবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে গেলে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: Drinking Water Tips: ঘুম থেকে উঠেই জল খান? উপকার জানলে রোজ খাবেন
লিভার ভাল রাখে
লিভার সুস্থ রাখতেও লবঙ্গের জুড়ি মেলা ভার। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ লবঙ্গের গুণে ভাল থাকে লিভার। হজমের গোলমাল ঠেকাতে যে হেতু পারদর্শী লবঙ্গ, তাই লিভারের খেয়াল রাখতেও চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন লবঙ্গের উপর। এছাড়াও কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে, এটি শরীরে শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, যা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লবঙ্গ শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং সর্দি-কাশির মতো সাধারণ রোগ প্রতিরোধে সাহায্য করে।

বাতের ব্যথায়
লবঙ্গ পেশির ব্যথা-যন্ত্রণা তাড়াতেও ওষুধের মতো কাজ করে। হাঁটুর ব্যথায় কাতর অনেকেই। বসলে উঠতে পারেন না, উঠলে আবার বসা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এমন সমস্যায় ভুগছেন যাঁরা, লবঙ্গ মুখে রাখলে তাঁরা কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন।