ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদস্য সংগ্রহের বিষয়ে এখনও বিশবাঁও জলে পদ্ম শিবির (BJP)। লক্ষ্যমাত্রার ধারে-কাছে পৌঁছতে পারেনি বলেই খবর। অন্যদিকে বুথ কমিটি তৈরির ক্ষেত্রেও কেন্দ্রীয় নেতৃত্বের চাপ রয়েছে বঙ্গ বিজেপির নেতাদের ওপর। সব মিলিয়ে পরিস্থিতি জটিল শুধু নয় কঠিনও।
লক্ষ ছিল সত্তর হাজার সক্রিয় সদস্য করার। ২৬ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করার কথাও বলা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, তার ধারে কাছে এখনও পৌঁছাতে পারেননি সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar)। হয়েছে সতেরো হাজার মতো। ফলে স্বাভাবিকভাবেই আবার বাড়াতে হবে সময়সীমা। কারণ সময় বাড়িয়ে সদস্য সংখ্যা বাড়াতে না পারলে বুথ সংগঠনই তৈরি সম্ভব হবে না। সূত্র আরও জানাচ্ছে, বঙ্গ বিজেপির (BJP) এই অবস্থায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন: Tmc News: একই রাস্তার উদ্বোধনে বিধায়ক-কর্মাধ্যক্ষ, ভোটের আগে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ
ছাব্বিশের বিধানসভার আগে সদস্য সংগ্রহের দৌড়ে কোথায় বঙ্গবিজেপি (BJP)?
বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, সাংগঠনিক এই অবস্থা নিয়ে কীভাবে লড়াই করবেন তারা? অন্যদিকে বুথ কমিটি নিয়েও সমস্যা রয়েছে রাজ্য নেতৃত্বে। এখানে বিষয় যেটা সংখ্যালঘু এলাকার ৩০ শতাংশ বুথ নিয়ে ভাবার প্রয়োজন নেই বলে কেন্দ্রীয় বার্তা এসেছে বলে খবর। বাকি জায়গায় বুথ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে যেন কোনও জল না থাকে সেই বিষয়ে রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল (Sunil Bansal)।

সূত্রের খবর, ২৫ জানুয়ারি অবধি ১৭ হাজার বুথে সভাপতি নির্বাচন হয়েছে। এখনও একটা বড় অংশের কাজ বাকি। অন্যদিকে ১০ ফেব্রুয়ারির মধ্যে জেলা সভাপতি নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে, বঙ্গ বিজেপির (BJP) সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য যাদের জেলা রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে তাদের অনেকের কাজ নিয়েই ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা। সবমিলিয়ে সংগঠনকে শক্ত বাঁধনে বেঁধে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াইয়ে নামতে পারবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।