ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশী সন্দেহে মালদহের কালিয়াচকের (Bengal Migrant Workers) পরিযায়ী শ্রমিককে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে রাজস্থান পুলিশ। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন দায়ের ওই পরিযায়ী শ্রমিকের বাবার।
থামছে না এই ধরনের ঘটনা (Bengal Migrant Workers)
বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্যে (Bengal Migrant Workers) হেনস্থা এবং পুশব্যাক করে বাংলাদেশের পাঠিয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। তবুও থামছে না এই ধরনের ঘটনা। এবার মালদহের কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে রাজস্থান পুলিশ আটক করে সে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দ্বারস্থ হলেন ওই শ্রমিকের পরিবার।
কালিয়াচক থেকে রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন (Bengal Migrant Workers)
মালদহের কালিয়াচক থেকে রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন আমির শেখ (Bengal Migrant Workers)। অভিযোগ, বাংলাদেশের নাগরিক সন্দেহে তাঁকে আটক করে সে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলেকে ফেরত পাওয়ার আবেদন জানিয়ে এবং এই হেনস্তার বিচার চেয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করলেন আমির শেখের বাবা জিয়েম শেখ।
আরও পড়ুন: Sciatica Pain: মানিব্যাগ রাখেন পেছনের পকেটে? শরীরে বাসা বাধছে ভয়ানক রোগ!
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার
ইতিমধ্যে বাংলাদেশী সন্দেহে ওড়িশা পুলিশের হাতে আটক হওয়া মুর্শিদাবাদ, মালদহ, বীরভূমের পরিযায়ী শ্রমিকদের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে বিজেপি শাসিত ওড়িশা সরকারের থেকে হলফনামা তলব করেছিল। আগামী ২৮ আগস্ট সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই আরও এক পরিযায়ী শ্রমিকের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল।