Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন দুর্গা পুজোকে কেন্দ্র করে (Bengali Cinema) বাংলা সিনেমা জগতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। বৃহস্পতিবার টালিগঞ্জের একটি স্টুডিওতে গুরুত্বপূর্ণ মিটিং হয়। যেখানে প্রডিউসার ও ডিস্ট্রিবিউটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক নামী পরিচালকেরাও। মিটিং এর মূল বিষয় ছিল ,পুজোর সময় সিনেমা হলগুলিতে প্রাইম টাইমে বড় বাজেটে ছবিগুলির মুক্তি ও প্রদর্শন নিশ্চিত করা। কী কী আলোচনা হল? কারা কারা উপস্থিত ছিলেন মিটিংয়ে ?
সমস্যা সমাধানে মিটিং (Bengali Cinema)
প্রতিবছর পুজোর সময় একাধিক বিগ বাজেটের ছবি মুক্তি পায় (Bengali Cinema)। তবে অনেক সময় দেখা যায় , ছবিগুলিকে প্রাইম টাইম স্লটে দেওয়া সম্ভব হয় না। ঠিকমত ছবিগুলিকে দেখতে পায় না দর্শক। যার ফলে ব্যবসায় প্রভাব পড়ে। সেই সমস্যা সমাধানে এ বছরে আগে থেকেই পরিকল্পনা শুরু করলেন প্রডিউসার ও ডিস্ট্রিবিউটাররা।
মিটিংয়ে উপস্থিত থাকা (Bengali Cinema)
মিটিংয়ে উপস্থিত ছিলেন দেব (Bengali Cinema), নিসপাল সিং রানে ( Nispal Singh), রানা সরকার (Rana Sarkar), শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee), স্বরূপ বিশ্বাস (Swarup Biswas), আর্টিস ফোরামের পিয়া সেনগুপ্ত ও আরও অনেকেই। মিটিংয়ে আলোচনা করা হয়, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সময় ভাগ করে ছবিগুলি যাতে দেখানো যায় । যাতে প্রাইম টাইমে প্রত্যেকটি ছবি সুযোগ পায়।
সমন্বয় রাখা
ছবি মুক্তির সময় সুষ্ঠু সমন্বয় রাখতে হলে, আগেভাগে পরিকল্পনা করে নেওয়া উচিত, বলে মনে করছেন প্রযোজক পরিচালক ও ডিস্ট্রিবিউটারেরা। সকলের আশা , এই যৌথ উদ্যোগের ফলে পুজোর সময় বাংলা ছবির বক্স অফিস আরও সমৃদ্ধ হবে। কারণ পুজোর সময় ছবির ব্যবসা অনেকখানি নির্ভর করে।
পুজোতে বিগ বাজেটের ছবি
এবছর পুজোর সময় অনেকগুলি বিগ বাজেটের ছবি আসতে চলেছে। অর্থাৎ দর্শক থ্রিলার, রোমান্স ও পিরিয়ড ড্রামার ছবি দেখতে পাবে। এ বছরই অর্থাৎ ২০২৫ এর পুজোতেই ‘রক্তবীজ ২’, ‘ রঘু ডাকাত’ , অনিক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই ‘,’ দেবী চৌধুরানী’র মতো ছবিগুলি মুক্তি পেতে চলেছে। তাই প্রত্যেকটি ছবি যাতে সিনেমা হল গুলিতে প্রাইম টাইমে দেখানো হয়, সে ব্যবস্থা আগেভাগে নেওয়া হচ্ছে। এতে করে সবারই সুবিধা হবে, একদিকে দর্শকরাও দেখতে পাবেন ,অন্যদিকে ছবিগুলিও ব্যবসা করতে পারবে। অর্থাৎ কারোর মনে ক্ষোভ থাকবে না।
আরও পড়ুন: Rudranil Ghosh: ৫২ বছর বয়সে রুদ্রনীলের কামাল, ফাঁস ধূমকেতুর সিক্রেট!
অগ্রাধিকার দেওয়া
পুজো বাঙালি মনের আবেগের সময়। আর এই সময় দর্শকরা বেশি করে প্রেক্ষাগৃহমুখী হন। তাই এই সময়টা বাংলা ছবির জন্য এক সুবর্ণ সুযোগ বলে অনেকে মনে করেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) কথায়, বড় বাজেটের বাংলা ছবি তৈরির পিছনে প্রচুর পরিশ্রম ও খরচ হয়ে থাকে। প্রাইম টাইমে সেই ছবি সুযোগ না পেলে ছবির ব্যবসাতেও ক্ষতি হয়, অন্যদিকে দর্শক সংখ্যাও কমতে থাকে। তাই পুজোর সময় বাংলা ছবিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।