ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও টিআরপি তালিকার (TRP List) শীর্ষে জায়গা করে নিল জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিক। গল্পে একের পর এক টুইস্ট (Bengali Serial TRP)। টিআরপিতে যেন ছোটাচ্ছে অশ্বমেধের ঘোড়া। ধারাবাহকটির বয়স বেশি নয়। কিন্তু ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার টিআরপির ফলাফল বেরোতেই চক্ষু চড়কগাছ বহু দর্শকের। একটু একটু করে নিজের পুরনো জায়গা ফিরে পাচ্ছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। রীতিমত মাত দিয়ে দিল ‘ফুলকি’কে।
প্রথম দশে কোন কোন ধারাবাহিক? (Bengali Serial TRP)
এই নিয়ে টানা সাত বারের জন্য বেঙ্গল টপার হল জি বাংলার হিট মেগা ‘পরিণীতা’ (Bengali Serial TRP)। কিন্তু গত সপ্তাহে প্রথম আর দ্বিতীয় স্থানে যে দুটি ধারাবাহিক ছিল, তাদের স্থান বদল ঘটল। গত সপ্তাহ ‘ফুলকি’ এগিয়েছিল। পিছিয়ে ছিল ‘জগদ্ধাত্রী’। এবার ‘ফুলকি’কে পিছনে ফেলে ‘জগদ্ধাত্রী’ চলে এল দ্বিতীয় স্থানে। জগদ্ধাত্রীর রেটিং ৭.৫। অপরদিকে একটু পিছিয়ে রয়েছে ‘ফুলকি’। রেটিং পেয়েছেন ৭.৩। চতুর্থ স্থানে যৌথ ভাবে জায়গা করে নিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘গীতা এলএলবি’ এই দুই ধারাবাহিক। টিআরপিতে এদের রেটিং ৬.৬।
৬.৫ রেটিং পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। ৬.৪ রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘কথা’। সপ্তমে রয়েছে ‘উড়ান’। উড়ানের রেটিং ৫.৯। অপরদিকে অষ্টম স্থানে ৫.৫ রেটিং পেয়ে যৌথ ভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার দুই মেগা, ‘আনন্দী’ এবং ‘মিত্তির বাড়ি’। ৫.২ পেয়ে নবমে রয়েছে ‘গৃহপ্রবেশ’ এবং ৫ রেটিং পেয়ে দশম স্থানে রয়েছে ‘চিরসখা’। এবারেও টিআরপি লিস্টের প্রথম তিনে জি বাংলার মেগার রমরমা।
খুশি ‘জগদ্ধাত্রী’র অনুরাগীরা (Bengali Serial TRP)
এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’র অনুরাগীরা বেশ খুশি বলা যেতে পারে (Bengali Serial TRP)। বর্তমানে যতগুলো ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম পুরাতন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। যার যাত্রাপথ শুরু হয়েছিল সেই ২০২২ সালে। এখনও পর্যন্ত ধারাবাহিকটি নিজের জায়গা ধরে রেখেছে। একটা সময় টানা ৩০ বারেরও বেশি বেঙ্গল টপার হয়েছিল। তবে কি আবার সেই জয় রথ ছোটাতে পুরনো ফর্মে ফিরছে ধারাবাহিকটি? গল্পে এসেছে নতুন নতুন টুইস্ট। এখন পর্দায় জ্যস আর জগদ্ধাত্রী রূপে অঙ্কিতা মল্লিককে দেখা যাচ্ছে না। তাঁকে তাকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী এবং দুর্গা রূপে। গত সপ্তাহে পেয়েছিল ৭.৪ রেটিং। এই সপ্তাহে পেয়েছে ৭.৫ রেটিং।
আরও পড়ুন: Dev-Rukmini: ব্যস্ততার মাঝে একান্তে ছুটি কাটাচ্ছেন দেব-রুক্মিণী! কোথায় ঘুরতে গেলেন?
কমছে ‘পরিণীতা’র রেটিং!
একদিকে যেমন ‘জগদ্ধাত্রী’র রেটিং দিনের পর দিন বাড়ছে। অপরদিকে আবার ‘পরিণীতা’র রেটিং কিন্তু একটু একটু করে কমছে। স্বাভাবিক ভাবেই ‘জগদ্ধাত্রী’র বহু অনুরাগী এই মুহূর্তে মনে করছেন, হয়ত বা কয়েক সপ্তাহ পরে আবার শিরোপার খেতাব জিতে নেবে জগদ্ধাত্রী। যদিও পুরোটা অনুমান করেই বলা হচ্ছে। সময় বলে দেবে কোন ধারাবাহিক টিআরপি লিস্টের শীর্ষে থাকবে।
আরও পড়ুন: Govinda-Sunita: গোবিন্দ-সুনিতার বিচ্ছেদের আবেদন! সত্যিই কি তবে সম্পর্ক ভাঙল?
‘পরিণীতা’র গল্পে ত্রিকোণ প্রেমের ছোঁয়া
এই মুহূর্তে পরিণীতার গল্পে এসেছে ত্রিকোণ প্রেমের ছোঁয়া। পারুল আর রায়ানের মাঝে পাকাপাকি ভাবে তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নিয়েছে শিরিন। শিরিন আর রায়ান যে সম্পর্কে রয়েছে, সে কথা সবার সামনে জোর গলায় বলে দিয়েছে তারা। আর তা শুনে কিছুটা অভিমান হয়েছে পারুলের। এবার দেখার গল্পের মোড় কোন দিকে যায়।