ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুতে স্ত্রীকে (Bengaluru Wife Murder) খুন করে সুটকেসে দেহ ভরে রেখে বাড়ি থেকে চম্পট স্বামী। ওই ব্যক্তি তথ্যপ্রযুক্তি কর্মী। বাইরে গিয়ে তারই এক প্রতিবেশীকে ফোন করে খুনের কথা জানিয়েছেন তিনি নিজেই। জানা যাচ্ছে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুনে থেকে।
ফোন করে খুনের কথা স্বীকার (Bengaluru Wife Murder)
রাকেশ রাজেন্দ্র খেদেকার এবং গৌরী সামব্রে মহারাষ্ট্রের বাসিন্দা। বছর দুয়েক আগে তাঁদের বিয়ে হয়েছিল। সম্প্রতি কাজের সূত্রে স্ত্রীকে (Bengaluru Wife Murder) নিয়ে বেঙ্গালুরু চলে আসেন রাকেশ। সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার স্ত্রীকে খুন করেন রাকেশ। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে সে দিনই পালিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তিনি ওই আবাসনের অন্য এক বাসিন্দাকে ফোন করে খুনের কথা স্বীকার করেন তিনি।
তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার (Bengaluru Wife Murder)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ওই দম্পতির ঘরে ঢোকে পুলিশ৷ বাথরুমের ভিতর থেকে একটি স্যুটকেসের মধ্যে থেকে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, তরুণীর ঘাড়ে এবং পেটে গভীর ক্ষত ছিল৷ পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে৷ । আপাতত রাকেশ পুণে পুলিশের হেফাজতে রয়েছেন। খতিয়ে দেখা হবে কল রেকর্ড।
আরও পড়ুন: Uttar Pradesh: ৫০ হাজারের বিনিময়ে মেয়েকে বিক্রি বাবার, পুলিশের দ্বারস্থ স্বামী
খুনের মামলা রুজু
বেঙ্গালুরু পুলিশের ডিসি সারা ফতিমা বলেন, ‘‘রাকেশ এবং গৌরীর বিয়ে হয় দু’বছর আগে। কাজের সূত্রে গত মাসে মহারাষ্ট্র থেকে তাঁরা বেঙ্গালুরুতে আসেন। রাকেশ আইটি প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন। গৌরী ঘর সামলাতেন, তবে তিনিও চাকরি খুঁজছিলেন বলে আমরা জানতে পেরেছি। খুনের পর রাকেশ পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা তাঁকে গ্রেফতার করেছি। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। খুনের কারণ জানার চেষ্টা চলছে।’’