Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ গাজার নাসের হাসপাতালে সোমবার দুপুরে পর পর দু’বার বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা(Israel Gaza Conflict)। ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ সংঘটিত ওই ঘটনায় প্রাণ হারান ছয় সাংবাদিক-সহ অন্তত ২১ জন। আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হলেও এ বার প্রথমবারের মতো প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর দুঃখপ্রকাশ (Israel Gaza Conflict)
নিজের এক্স হ্যান্ডলে নেতানিয়াহু (Benjamin Netanyahu) লেখেন, “নাসের হাসপাতালের দুর্ভাগ্যজনক ঘটনায় ইজরায়েল গভীরভাবে দুঃখিত। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রাণের দাম ইজরায়েল জানে(Israel Gaza Conflict)।” তিনি আরও জানান, ওই ঘটনার তদন্ত করছে সেনাবাহিনী। নেতানিয়াহুর দাবি, গাজার যুদ্ধ কোনও সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, কেবলমাত্র হামাসের বিরুদ্ধে। তবে আন্তর্জাতিক মহল তাঁর এই মন্তব্যকে সমালোচনার মুখে পড়া ইজরায়েলের নতুন রাজনৈতিক চাল হিসেবেই দেখছে।
হামাস ও বন্দিদের ফিরিয়ে আনার আশ্বাস (Israel Gaza Conflict)
হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের ঘরে ফিরিয়ে আনার আশ্বাসও দেন নেতানিয়াহু(Israel Gaza Conflict)। তবে যুদ্ধ শুরু হওয়ার পর এত দিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। ফলস্বরূপ ইজ়রায়েলের ভেতরেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
তেল আভিভে বিক্ষোভের ঢেউ (Israel Gaza Conflict)
মঙ্গলবার সকাল থেকে তেল আভিভের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বন্দিদের পরিবার-পরিজনদের নেতৃত্বে আয়ালন হাইওয়ে অবরোধ করা হয়েছে। ‘হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’-এর ডাকে তেল আভিভের সাভিডোর সেন্ট্রাল স্টেশনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ বন্ধ হোক এবং বন্দিদের ফিরিয়ে আনা হোক।

আরও পড়ুন : Fifth Generation Jet : ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি লড়াকু জেটের ইঞ্জিন সরবরাহ করবে ফ্রান্স
সাংবাদিকদের মৃত্যুতে শোক (Israel Gaza Conflict)
নাসের হাসপাতালের হামলায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন—
- হোসাম আল-মাসরি (রয়টার্সের চিত্র সাংবাদিক)
- মহম্মদ সালামা (আল জাজিরার চিত্র সাংবাদিক)
- মারিয়ম আবু দাকা (অ্যাসোসিয়েটেড প্রেসের ফ্রিল্যান্স সাংবাদিক)
- মোয়াজ আবু তাহা (এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক)
এর আগে চলতি মাসের ১০ অগস্ট আল-শিফা হাসপাতালে হামলা চালিয়ে আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করেছিল ইজরায়েলি সেনা। মাত্র এক সপ্তাহের মাথায় ফের সাংবাদিক হত্যায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন : Brain Eating Amoeba : কেরলে এএমই সংক্রমণের সংখ্যা ১৮, পরিস্থিতি মোকাবিলায় ‘জলই জীবন’ ক্যাম্পেইন
আন্তর্জাতিক মহলে ক্ষোভ (Israel Gaza Conflict)
মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, গত দু’বছরে গাজায় প্রায় ২৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন ইজরায়েলি হামলায়। নাসের হাসপাতালের ঘটনায় সেই পরিসংখ্যান আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সমালোচকরা বলছেন, সাধারণ মানুষের জীবন রক্ষার দায় নিতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর প্রশাসন।