ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন শীতেই সারছেন বিয়ে? হাতে সময় খুব কম? প্রি ওয়েডিং-এর জন্য পাহাড় কিংবা সমুদ্রে যাওয়ার মতো সময় নেই? না! চিন্তার কোনও কারণ নেই শহর কলকাতা বা পার্শ্ববর্তী জায়গাতেই সেরে নিতে পারবেন প্রি-ওয়েডিং ফটোশ্যুট (Pre Wedding photoshoot)। কলকাতার মধ্যে ও শহরে আশেপাশেই রয়েছে এমন চমৎকার ডেস্টিনেশন, যেখানে আপনি নিজের প্রেম গল্প ফুটিয়ে তুলতে পারেন অনায়াসে। সীমিত সময় স্বল্প বাজেটে রইল ট্রাইব টিভির চেনা শহরে পাঁচ অজানা ডেস্টিনেশন।
রাজবাড়ি:
প্রি-ওয়েডিং ফটোশুটে যদি বনেদিয়ানা ফুটিয়ে তুলতে চান? বেছে নিতে পারেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, শোভাবাজার রাজবাড়ির মতো জায়গা। হাতে বেশি সময় থাকলে বেছে নিতে পারেন ইটাচুনা রাজবাড়ি, শ্রীরামপুর রাজবাড়িকেও। এছাড়াও ইদানিং রাজবাড়ির মধ্যেই আধুনিকতা ও বনেদিয়ানার ছোঁয়া পেতে অন্যতম ডেস্টিনেশন উত্তর কলকাতার লাহাবাড়ি। ‘নস্ট্যালজিয়া’ ধরা পড়বে প্রি-ওয়েডিং ফটোশুটে (Pre Wedding photoshoot)।
কলেজ স্ট্রিট:
কলেজ আলাদা ছিল, তাই খুব একটা দেখাসাক্ষাৎ হত না। কিন্তু বই কিনতে যাওয়ার নাম করে সপ্তাহে একটা দিন কলেজ স্ট্রিটে যাওয়া ছিল অবধারিত। তার পর একটা গ্লাস থেকে ভাগাভাগি করে খাওয়া ‘প্যারামাউন্ট’-এর ডাব শরবত আর পকেটে রেস্ত থাকলে মাঝেমধ্যে কফি হাউসের কাটলেট। কলেজবেলার পুরনো সেই স্মৃতি জিইয়ে রাখতে হাতে হাত রেখে বইপাড়ায় ছবি তুললে মন্দ লাগবে না।
কলকাতার অলি-গলি:
উত্তর কলকাতার অলি-গলিতে প্রি-ওয়েডিং ফটোশুট (Pre Wedding photoshoot) করতে পারেন। পছন্দের মানুষের সঙ্গে পুরোনো কলকাতা ঘুরে দেখা আর বিয়ের আগের ফোটোশুট, দুই করে নেওয়া যেতে পারে। শহরের বিশেষ কিছু জায়গা বেছে নিন। সে শ্যামবাজার মোড় হোক বা কষা মাংসের জন্য বিখ্যাত গোলবাড়ি— এ শহরের গন্ধ লেগে সর্বত্র।
মল্লিক ঘাট ফুলের বাজার:
বাঙালি বিয়েতে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে না তা কী করে হয়। অন্যান্য চিরাচরিত জায়গাগুলি থেকে বেরিয়ে এসে একটু অন্য ভাবে ফটোশ্যুট (Pre Wedding photoshoot) করলে কিন্তু মন্দ হয় না। আর তার জন্য কলকাতার সব থেকে বড় ফুলের বাজারই হতে পারে সঠিক ঠিকানা। গোলাপ থেকে শুরু করে গাঁদা, এবং সূর্যমুখীকে সঙ্গে নিয়ে উঠতে পারে দারুন কিছু ছবি।
ইকো পার্ক:
নিউটাউনের ইকো পার্ক প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য বাকি সব জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে। একটু সহজ করে বললে, ইকো পার্কের বিস্তৃত বাগান, বিশাল লেক, মাঠ, বিভিন্ন মূর্তি, স্থাপত্য ইত্যাদি জিনিস যে কোনও ছবিতেই আলাদা মাত্রা নিয়ে আসে। এ ছাড়াও এখানে রয়েছে বিশ্বের সাতটি আশ্চর্যের ছোট প্রতিরূপ। তাজমহলের সামনে হোক বা পিরামিডের সামনে, মনের মতো ছবি তুলতে চাইলে অবশ্যই যেতে হবে ইকে পার্কে।