ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উইন্ডোজের নতুন ভৌতিক ছবি ‘ ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)। যেখানে ভূতেদের কাণ্ডকারখানা নিয়ে তৈরি ছবির গল্প। শোনা গিয়েছে , ছবিতে ছয়জন ভূতের কান্ড কারখানা দেখা যাবে। সম্প্রতি ‘ ‘গৌরী ‘ ছবির ‘ট্রেলার ও মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। প্রিয়াঙ্কা ‘ ভানুপ্রিয়া ভূতের হোটেলে’ও অভিনয় করেছেন। এই ছবির শুটিং এর সময় অভিনেত্রীর কি কিছু ভূতের অভিজ্ঞতা হয়েছে? ট্রাইব টিভির সাক্ষাৎকারে কী জানালেন অভিনেত্রী?
কারা কারা আছেন অভিনয় ? (Bhanupriya Bhooter Hotel)
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল ‘ ছবিটির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় (Bhanupriya Bhooter Hotel) অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ( Priyanka Bhattacharjee) এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর কথায়, অরিত্র ও জিনিয়া তাঁকে ভীষণ ভাবে সাহায্য করেছেন। অনেকটা মজা করে শুটিং করেছেন বলে জানান অভিনেত্রী। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ,কাঞ্চন মল্লিক ,স্বস্তিকা , সোহম, বনি সেনগুপ্ত, শ্রুতি দাস । এছাড়াও জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকেও দেখা যাবে ছবিতে ।
অদ্ভুত ঘটনার সাক্ষী (Bhanupriya Bhooter Hotel)
উত্তরবঙ্গে ভানুপ্রিয়া ভূতের হোটেলের ছবির শুটিং (Bhanupriya Bhooter Hotel) হয়। শোনা যায়, পাহাড়ে ভূতের গল্প কিছুটা থেকে যায়। তাই ছবির শুটিংয়ে ভুতের কিছু অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কার? অভিনেত্রীর মতে , তাঁরা মজার মজার রিলস বানিয়েছেন । তবে ভূতের তেমন আঁচ তাঁরা পাননি। বরং পার্পেল মুভি শুটিং করতে গিয়ে ভূতের এক্সপেরিমেন্ট হয়েছিল অভিনেত্রীর। অভিনেত্রীর কথায়, এই ছবির শুটিং করতে গিয়ে তাঁদের মনে হয়েছিল , কখনও কেউ দরজা আটকে দিচ্ছে, কেউবা কোনও অদ্ভুত আওয়াজ পাচ্ছে। আবার ডিপার্টমেন্টে যারা থাকেন ,তাদের কাছ থেকে শোনা যাচ্ছে শাঁখা পলা কেউ নিয়ে চলে গিয়েছে। এমনই বিভিন্ন ঘটনা ঘটেছিল শুটিংয়ের সময়।
অশুভ শক্তিতে বিশ্বাস নেই
অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ( Priyanka Bhattacharjee) অবশ্য ভূতে বিশ্বাসী নন। তাঁর মতে , তিনি এতটাই ঈশ্বরে বিশ্বাসী যে তাঁর আশেপাশে কোনও নেগেটিভ শক্তিকে বুঝতে পারেন না। অর্থাৎ তাঁর কাছে কোনও অশুভ শক্তি বলে হয়ত আসতে পারে না। এমনটাই তিনি মনে করেন। অভিনেত্রী মা কালীর পুজো করেন। তাঁর বাড়িতে মায়ের পুজো হয় খুবই ঘটা করে । এই পুজো দেখার জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন ,তা বলাই বাহুল্য।
ভালো লাগার কারণ
অভিনেত্রী প্রিয়াঙ্কা বেশিরভাগ সময়ই থাকেন মুম্বাইয়ে । তবে ‘ গৌরী’ ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চের জন্য কলকাতায় এসেছেন তিনি। সবশেষে বলা যায়, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেলে’ শুটিংয়ের সময় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভূতের আঁচ না পেলেও ভূতের কান্ড কারখানা নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। যা ভালো লাগবে দর্শকদের। কারণ ছবিটি তৈরি হয়েছে মজা,রহস্য ও রোমান্স নিয়ে।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রসেনজিৎ হালদারের পরিচালনায় গৌরী ছবিতে ‘ পাগলী ‘ চরিত্রে অভিনয় করেছেন। এক পাগলীর অসহায়তা , তাঁর জীবনযাত্রা সবই ফুটে উঠবে গৌরী ছবিতে। ছবিতে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রথমবার পাগলীর চরিত্রে অভিনয় করলেন । তাঁর কথায়, পাগলী চরিত্রে অভিনয় তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল।