ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ (Bharat Electronics job openings) সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল) সম্প্রতি চাকরির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সংস্থায় নির্ধারিত সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং পটভূমির প্রার্থীরা এই সুযোগে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
কোন পদে আবেদন? (Bharat Electronics job openings)
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলি হলো (Bharat Electronics job openings) ডেপুটি ম্যানেজার এবং সিনিয়র সেফটি অফিসার। মোট শূন্যপদ দুইটি। উভয় পদে নিয়োগপ্রাপ্তদের পাঁচ বছরের জন্য সংস্থায় কাজ করতে হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকা বাঞ্চনীয়।
বেতন কত? (Bharat Electronics job openings)
প্রার্থীদের জন্য বয়স সীমা ডেপুটি ম্যানেজার (Bharat Electronics job openings) পদের জন্য ৩৯ বছর এবং সিনিয়র সেফটি অফিসার পদের জন্য ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। এর উর্দ্ধে প্রার্থীরা আবেদন করলেও সংস্থা তাদের নিয়োগ করবে না। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য এই বিষয়ে ছাড় দেওয়া হবে। বেতন কাঠামো যথাক্রমে মাসে ৬০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৫০,০০০-১,৫০,০০০ টাকা। এই সুযোগ কিন্তু কিছু প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে।
আরও পড়ুন: Penguin Divorce Rate: ডিভোর্স বাড়ছে পেঙ্গুইনদের, বিপদের আশঙ্কা!
যোগ্যতা?
সংস্থার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে উভয় (Bharat Electronics job openings) পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল, মেকানিক্যাল, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ফার্স্ট ক্লাস সহ উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে সেফটিতে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
কীভাবে করবেন আবেদন?
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফরম্যাটে আবেদনপত্র ও অন্যান্য নথি যথাযথ ঠিকানায় পাঠাতে হবে। নথির মধ্যে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য কোম্পানি থেকে ইন্টার্নশিপ করা থাকলে সেগুলোর সার্টিফিকেট লাগবে অবশ্যই। আবেদনমূল্য ৪৭২ টাকা জমা দিতে হবে সবাইকে। শুধু সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ?
এই বিজ্ঞপ্তি কিছুদিন আগেই জারি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই গুরুত্বপূর্ণ নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।