ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের (Kashmir) পহেলগাঁওতে (Pahalgam) ঘটা ঘৃণ্য ঘটনার বদলা যে ভারত (India) নেবে, সেটাই তো স্বাভাবিক (Bhaswar Chatterjee)। ভারত যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা পাকিস্তানও (Pakistan) খুব ভালোভাবে জানত। কিন্তু পাকিস্তান ভারতের ক্ষমতা হয়ত আন্দাজ করতে পারেনি। পাকিস্তান লাগাতার গোলাবর্ষণ চলেছে জম্মু-কাশ্মীর (Jammu- Kashmir) সীমান্তে। অপরদিকে পাল্লা দিয়ে আরও ভয়ঙ্কর হচ্ছে ভারতের প্রত্যাঘাত। এই কঠিন সময়ে জম্মু-কাশ্মীরের মানুষরা কেমন আছেন? পরিস্থিতি কি সত্যিই অত্যন্ত ভয় পাওয়ার মতো? কাশ্মীরে টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জির (Bhaswar Chatterjee) বহু পরিচিত মানুষ রয়েছেন। বলা ভালো, অভিনেতার বহু বন্ধু রয়েছেন। কেমন আছেন তারা? জানালেন ট্রাইব টিভিকে।
কেমন আছে কাশ্মীর? (Bhaswar Chatterjee)
এখন কেমন আছে কাশ্মীর? এ প্রসঙ্গে অভিনেতা (Bhaswar Chatterjee) বলেন, “কাশ্মীরের পরিস্থিতি এখন গম্ভীর। গতকাল বেশ কিছুটা অংশ ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল। আর বাকিটা কিন্তু পুরো নরমাল লাইফ। কারণ কলকাতার একজন পর্যটক এই মুহূর্তে ওখানে আছেন। তাকে নিয়ে আমার কাশ্মীরের বন্ধু ঘুরছে। কিছু জায়গাতে রেড অ্যালার্ট রয়েছে। তবে কাজকর্ম স্কুল কলেজ সব বন্ধ। কাশ্মীরিরাও কিন্তু এর একটা মীমাংসা চাইছে। তারা চাইছে পাকিস্তানকে হারিয়ে আমাদের জয় হোক।”
পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার সঠিক সময় (Bhaswar Chatterjee)
এই যে অপারেশন সিঁদুর পার্ট টু শুরু হল, বিষয়টা ভাস্বর কীভাবে দেখছেন (Bhaswar Chatterjee)? এ প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমি তো দারুণ খুশি। পহেলগাঁওতে ২৬ জনের প্রাণ গিয়েছে। সেটার প্রতিশোধ নেওয়া হল। পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার এটাই হল সঠিক সময়।”
আরও পড়ুন: Anupam Kher: বেহাল পাক ক্ষেপণাস্ত্র , জম্মু থেকে যা জানাল অনুপমের ভাই…
এটা নতুন ভারত
যুদ্ধ কি সত্যি কাম্য? মানুষ শান্তিপ্রিয়। কিন্তু প্রশ্ন যখন সেই শান্তি নিয়ে ওঠে, তখন ভারত কি করে চুপ করে বসে থাকবে? অভিনেতার স্পষ্ট কথা, “যুদ্ধ কাম্য নয় , আমরা শান্তি প্রার্থনা করি। কিন্তু ব্যাপারটা হল, প্রত্যেকবার এসে খুঁচিয়ে দিয়ে যাবে,আর আমরা শান্তি শান্তি করে যাব, সেই দিনটা চলে গিয়েছে। এটা নতুন ভারত। আমরা এখন আর কান্নাকাটি করি না। এখন আমরা মারি, ওরা কান্নাকাটি করে।”
আরও পড়ুন: Jeet: জিতের নতুন কাজ, এবার বাজিমাত করবেন বায়োপিকে! থাকছেন কোন চরিত্রে?
বিধ্বস্ত কাশ্মীরের অর্থনীতি
কাশ্মীরে মূলত স্ট্রং জায়গা হল পর্যটন। আর সেই পর্যটন আঘাতপ্রাপ্ত হওয়া মানে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন। একই ভয় পাচ্ছেন অভিনেতা ভাস্বরও। এর আগেও অভিনেতা আমাদের বলেছিলেন, “আমার চিন্তাটা অন্য জায়গায়। আমার এখন চিন্তা হচ্ছে, আমার বন্ধুদের নিয়ে। তারা তো সবাই সাধারণ মানুষ, নিরীহ। ওদের জীবন বিপর্যস্ত হয়ে গেল। ওরা আমাকে বলছে, ওদের মেরুদন্ডটা পুরো ভেঙে গেল। আর ঘুরে দাঁড়াতে পারবে না।”