ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল (Bhubaneswar)। রাখি উৎসব, দাদা অপেক্ষা করে রয়েছে, এই ভেবে তাড়াহুড়োয় কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন সবটা থেমে গেল। হাসপাতাল থেকে বেরোলো প্রাণহীন নার্সের দেহ, যারা সুরক্ষা দেয় তাদের সুরক্ষা কোথায়? রাখি উৎসবের জন্য বাড়ি যাওয়ার কথা ছিল। কিছুক্ষণেই কাজ শেষ করে বেরিয়ে পড়তেন। কিন্তু ঘরে ফেরা সে তো এখন চিরঘুমের আগে একটা অপূর্ণ হয়েই রয়ে গেল।
উদ্ধার হল এক মহিলার দেহ (Bhubaneswar)
হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করাহল এক নার্সের দেহ। ঘটনা ওড়িশার ভুবনেশ্বরের। সেখানে চন্দ্রশেখরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, নিহত মহিলা ওই হাসপাতালেরই নার্স। এমনকি, মৃত্যুর আগে পর্যন্ত তিনি কর্মরতই ছিলেন।
ফেরা আর হলো কই (Bhubaneswar)
কীভাবে মৃত্যু হল? আত্মহত্যা নাকি খুন? বাথরুমে গিয়ে কী এমন ঘটেছিল? কোনও প্রশ্নের উত্তর নেই সবটাই রহস্য। তবে ওই নার্সের দেহ যখন উদ্ধার করা হয় তার হাতে একটি সুচ ফোটানো অবস্থায় পাওয়া যায় বলেই খবর পুলিশ সূত্রে। প্রাথমিক ভাবে অনুমান, ওই সুচই হয়তো তাঁর মৃত্যুর কারণ। কোনও বিষক্রিয় পদার্থ দেহে ঢুকিয়ে, ওই নার্সকে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের দেহ উদ্ধারের দু’ঘণ্টা পর তাদের খবর দেয়। কেন এতটা দেরি করা হল? সেই প্রশ্নও তুলেছে তারা (Bhubaneswar)।
আরও পড়ুন: Football: ISL নিয়ে ধোঁয়াশা না কাটলেও FIFA রাঙ্কিংয়ে উত্থান ভারতের
ইতিমধ্যে ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চন্দ্রশেখর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ও মৃত্যুর আগে পর্যন্ত নার্সের গতিবিধি। কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল রাখি উৎসব, দাদা অপেক্ষা করে রয়েছে, এই ভেবে তাড়াহুড়োয় কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন সবটা থেমে গেল। হাসপাতাল থেকে বেরোলো প্রাণহীন নার্সের দেহ, যারা সুরক্ষা দেয় তাদের সুরক্ষা কোথায়? রাখি উৎসবের জন্য বাড়ি যাওয়ার কথা ছিল