ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় (Bibek Debroy Passes Away) প্রয়াত। শুক্রবার ৬৯ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, দেবরায় এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেন।
কী জানাল দিল্লি এআইআইএমএস? (Bibek Debroy Passes Away)
দিল্লি AIIMS জানিয়েছে, “বিবেক দেবরায় আজ সকাল ৭টায় ইন্টেস্টাইনাল ওবস্ট্রাকশনের কারণে প্রয়াত হয়েছেন”।
প্রধানমন্ত্রী মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দেবরায়কে (Bibek Debroy Passes Away) একজন “টাওয়ারিং স্কলার” হিসাবে বর্ণনা করেছেন।
কী বললেন প্রধানমন্ত্রী? (Bibek Debroy Passes Away)
প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডীয়াতে লিখেছেন, “ডঃ বিবেক দেবরয় জি একজন প্রশংসনীয় পণ্ডিত ছিলেন, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুতে সুপণ্ডিত ছিলেন। তাঁর কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক ল্যান্ডস্কেপে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। জননীতিতে তাঁর অবদানের বাইরেও, তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলির বিষয়ে কাজ করে উপভোগ করেছিলেন, সেগুলিকে যুবকদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলেন তিনি”।
আরও পড়ুন: INS Aridhaman: চুপচাপ জলে ডুব দিলো ভারতের ঘাতক নিউক্লিয়ার সাবমেরিন ‘আইএনএস অরিদমন’
দেবরায়ের পড়ুয়া জীবন
বিবেক দেবরায় (Bibek Debroy Passes Away) নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন থেকে নিজের স্কুলজীবন শেষ করেন। এরপরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ; দিল্লি স্কুল অফ ইকোনমিক্স; এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশুনা করেন।
চাকরি জীবন
পরবর্তীকালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে চাকরি করতেন। এছাড়াও গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, পুনে; ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, দিল্লি; এবং আইনি সংস্কার সংক্রান্ত অর্থ মন্ত্রক/UNDP প্রকল্পের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে একজন “চমৎকার শিক্ষাবিদ” হিসাবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: Diwali 2024: ধোঁয়ার চাদরে ঢাকল রাজধানীর আকাশ, উদ্বেগে প্রশাসন
তিনি লিখেছেন, “ড. বিবেক দেবরায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, একজন বিশিষ্ট লেখক এবং সেই সঙ্গে একজন চমৎকার শিক্ষাবিদ ছিলেন। অর্থনৈতিক বিষয়ে তার নীতি নির্দেশ এবং ভারতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি প্রশংসিত হবেন। সংবাদপত্রে তাঁর কলাম ডক্টর দেবরয় অর্থনীতি, শিক্ষা ও সাহিত্যের জগতে একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গিয়েছেন।
NITI আয়োগের সদস্য
বিবেক দেবরায় ২০১৯ সালের ৫ জুন, পর্যন্ত NITI আয়োগের সদস্যও ছিলেন। তিনি বেশ কয়েকটি বই, কাগজপত্র এবং জনপ্রিয় নিবন্ধ লিখেছেন এবং সম্পাদনা করেছেন এবং বেশ কয়েকটি সংবাদপত্রের পরামর্শদানকারী সম্পাদকও ছিলেন।