ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক (Bilawal Bhutto On Pahalgam)। একদিকে ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছে, অন্যদিকে ইসলামাবাদ প্রথমে দায় অস্বীকার করলেও পরে একাধিক শীর্ষ নেতার বক্তব্যে উঠে এসেছে পাকিস্তানের অতীত জঙ্গি-সম্পর্কের স্বীকারোক্তি। যা ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।
ভারতের অভিযোগ (Bilawal Bhutto On Pahalgam)
হামলার পরপরই নয়াদিল্লির সুর ছিল কড়া (Bilawal Bhutto On Pahalgam)। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে বিদেশ মন্ত্রকের তরফে একাধিক বিবৃতিতে পাকিস্তানকে দায়ী করা হয়। অভিযোগ, সীমান্তপারের জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দিয়ে বার বার ভারতের ভূখণ্ডে হামলা চালানোর পরিবেশ তৈরি করছে পাকিস্তান। পহেলগাঁওয়ের হামলায় সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে লশকর-এ-তইবার নাম, যে সংগঠনের অতীত ইতিহাস ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে ২৬/১১ মুম্বই হামলার পরিপ্রেক্ষিতে।
পাকিস্তানের দ্বিচারিতা? (Bilawal Bhutto On Pahalgam)
একদিকে পাকিস্তান সরকার এই হামলায় কোনও ভূমিকা অস্বীকার করলেও, অন্যদিকে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (BilawalBhuttoZardari) এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্যে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ–কে দেওয়া সাক্ষাৎকারে বিলাবল বলেন, “পাকিস্তানের একটা ইতিহাস আছে, যা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি।” তাঁর মতে, চরমপন্থার বিরুদ্ধে পাকিস্তান এখন লড়াই করছে, এবং অভ্যন্তরীণ অনেক সংস্কার ইতিমধ্যেই হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ অবশ্য আরও স্পষ্ট ভাষায় বলেছিলেন, “আমরা গত তিন দশক ধরে পশ্চিমি বিশ্বের হয়ে এই নোংরা কাজ করে যাচ্ছি। আমেরিকা এবং ব্রিটেনের নির্দেশে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছি, মদত দিয়েছি।” যদিও একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, লশকর-এ-তইবা এখন আর সক্রিয় নয় এবং পহেলগাঁও হামলায় পাকিস্তানের কোনও হাত নেই।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া(Bilawal Bhutto On Pahalgam)
বিশ্ব সম্প্রদায় সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়েছে (Bilawal Bhutto On Pahalgam)। রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন প্রশাসনের তরফে জঙ্গিহানার নিন্দা করা হয়েছে। তবে ভারতের দাবি, পাকিস্তানের শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্য যথেষ্ট প্রমাণ যে ইসলামাবাদের মদতেই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের ভিত্তি গড়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষণ(Bilawal Bhutto On Pahalgam)
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই দ্বিমুখী অবস্থান একদিকে আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন করছে, অন্যদিকে ভারতের পক্ষেও কূটনৈতিক চাপ তৈরির একটি সুযোগ তৈরি হচ্ছে। বিলাবল বা আসিফের মতো নেতাদের বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রীয় অবস্থানকে আরও জটিল করে তুলছে।
ভবিষ্যতের দিক(Bilawal Bhutto On Pahalgam)
এই মুহূর্তে পহেলগাঁও হামলার তদন্ত চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনআইএ (Bilawal Bhutto On Pahalgam)। সুনির্দিষ্ট প্রমাণ পেলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে নয়াদিল্লি। পাশাপাশি, সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষা আরও জোরদার করা হয়েছে।