ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘রাষ্ট্রসংঘের অভ্যন্তরে বা বাইরে কাশ্মীরের স্বার্থে আমরা যে বাধাগুলির মুখোমুখি হই, তা এখনও রয়েছে।’ প্রকাশ্যে এ কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি(Bilawal Bhutto Zardari)।মার্কিন যুক্তরাষ্ট্রে এই সপ্তাহেই ভারত-পাকিস্তান দুই যুযুধান পক্ষের প্রতিনিধি দল পা রেখেছে। একদিকে শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল, অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল। এই আবহে বিলাওয়াল ভুট্টো স্বীকার করেছেন যে, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এখনও পর্যন্ত কোনও সাফল্য পায়নি।
চাপের মুখে বিলাওয়াল (Bilawal Bhutto Zardari)
ভারতের অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে ইসলামাবাদ বিদেশে যে সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তার নেতৃত্বে রয়েছেন বিলাওয়াল(Bilawal Bhutto Zardari)। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, ‘পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতে সংখ্যালঘুদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ভারত ইজরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনুকরণে চলার চেষ্টা করছেন। ভারত শান্তির পথে হাঁটছে না।’ তবে বিলাওয়াল ভুট্টোর এই মিথ্যাচার একজন বিদেশী সাংবাদিক ভেঙে দিয়েছেন। ওই সাংবাদিক বলেন, ‘ভারতের অপারেশন সিঁদুরের ব্রিফিং একজন মুসলিম অফিসারের নেতৃত্বে হয়েছিল।’ তখন বিলাওয়াল এ বিষয়ে কিছু বলতে না পেরে মাথা নাড়তে শুরু করেন। উল্লেখ্য, সেনাবাহিনীর পক্ষে প্রেস ব্রিফিং করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি।

পাকিস্তানের ব্যর্থতা (Bilawal Bhutto Zardari)
বিলাওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদ এবং জলের সমস্যা নিয়ে পাকিস্তান রাষ্ট্রসংঘ থেকে সমর্থন পেয়েছে, কিন্তু কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কোনও সাহায্য পায়নি(Bilawal Bhutto Zardari)। তিনি স্বীকার করেছেন যে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সামনে এখনও আগের মতোই চ্যালেঞ্জ রয়ে গেছে। তাঁর কথায়, ‘রাষ্ট্রসংঘের অভ্যন্তরে বা বাইরে কাশ্মীরের স্বার্থে আমরা যে বাধাগুলির মুখোমুখি হই, তা এখনও রয়েছে।’ তবে বিলাওয়াল একজন প্যালেস্টাইনি সাংবাদিকের কাশ্মীর ও গাজার পরিস্থিতিকে একই রকম বলে দাবি করার চেষ্টা খারিজ করে দিয়েছেন।
আরও পড়ুন- Donald Trump: ‘জঘন্য কাজ!’ ফের মাস্কের নিশানায় ট্রাম্পের বিল, পাল্টা হোয়াইট হাউস
কূটনৈতিক স্ট্রাইক (Bilawal Bhutto Zardari)
ভারত পহেলগাঁও হামলার পরই কূটনৈতিক স্ট্রাইক করে। স্থগিত করে দেয় ষাট বছরের পুরনো সিন্ধু জলচুক্তি(Bilawal Bhutto Zardari)। পহেলগাঁওয়ের জঙ্গি কার্যকলাপের জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। সেখানে তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র পাক-অধিকৃত-কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি। কিন্তু পাকিস্তান আবার তার জবাবে টার্গেট করতে শুরু করে ভারতের সাধারণ মানুষদের। ছোড়ে গোলা-গুলি , গ্রেনেড। যদিও পাকিস্তানের অপচেষ্টা তুখোড় ভাবে বানচাল করে ভারতীয় সেনা। সেই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। তাঁদের সঙ্গে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রিও।
আরও পড়ুন- Meghalaya: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে কুপিয়ে খুন! খোঁজ নেই স্ত্রীর
ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দল (Bilawal Bhutto Zardari)
অন্যদিকে, পানামা-সহ একাধিক দশের সফর শেষে ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দল পৌঁছেছে(Bilawal Bhutto Zardari)। এর আগে গত ২৪ মে ভারতের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে শশী থারুরের নেতৃত্বে পৌঁছায়। সেই সময় মার্কিন কংগ্রেস সেশনে ছিল না। বহু মার্কিন নেতা, আইনসভার সদস্যরা উইকেন্ড ও মেমোরিয়াল ডে হলিডে উপলক্ষ্যে দেশের বাইরে ছিলেন। ফলে ফের একবার যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলবেন শশী থারুররা।
