ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি-টলিপাড়া, বাংলার শিল্প-সংস্কৃতির অন্যতম পীঠস্থান (Biswas Destroying Tollywood)। কিন্তু এই রঙিন পর্দার আলোঝলমলে দুনিয়ার আড়ালে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বেশ কিছু অন্ধকারের দৈত্য। যাদের দৌরাত্ম্যে টলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে বসেছে শিল্প সংস্কৃতি।
মুখ ফেরাচ্ছেন প্রডিউসাররা (Biswas Destroying Tollywood)
টলিউড থেকে মুখ ফেরাচ্ছেন প্রডিউসাররা (Biswas Destroying Tollywood)। কমে যাচ্ছে ভালো কাজের সংখ্যা। কাজ পেলেও দিতে হচ্ছে কাটমানি। এখন প্রশ্ন এই অন্ধকারের দৈত্য কারা? কারা বাংলা ইন্ডাস্ট্রির থেকে কেড়ে নিচ্ছে শিল্প-সংস্কৃতির গড়িমা?
‘দাদার নির্দেশ’ (Biswas Destroying Tollywood)
টলিউড বলছে বেশ কিছু ‘দাদা’ রয়েছে, তাদের নির্দেশেই চলছে সবকিছু (Biswas Destroying Tollywood)। সেইসব দাদাদের মাথায় রয়েছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। না, এই স্বরূপ বিশ্বাস কোনও পরিচালক, কোনও অভিনেতা কিংবা কোনও টেকনিশিয়ান বা ক্যামেরাম্যান নন। ইন্ডাস্ট্রিতে তাঁর একটাই পরিচয়, তিনি অরূপ বিশ্বাসের ভাই।
কী বললেন পার্থ মিত্র?
ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার পার্থ ডি মিত্র জানিয়েছেন, ‘শিল্পীদের স্বতন্ত্রতা কেড়ে নেওয়া হচ্ছে। কাজ করার ক্ষেত্রে ফর্মুলা সেট করে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রি ফর্মুলার মধ্যে আটকে পড়ে আছে। শিল্পীদের দৈনিক মজুরি থেকে দিনের পর দিন কাটমানি দিয়ে মুখ বুজে কাজ করে যেতে হচ্ছে।’ এখানেই শেষ নয়, পার্থ ডি মিত্রের কথায় উঠে এসেছে ‘থ্রেট কালচারের’ কথাও।
আরও পড়ুন: Mafiaraj in Tollywood: টলিউডে মাফিয়ারাজ! বিশ্বাসের আড়ালেই অবিশ্বাসের কালো ছায়া
‘বিনিময় কী পাবো?’
আবার টলিউডের আর এক অভিনেত্রী লাভলি মুখার্জির অভিযোগ, ”কাজ পেতে গেলে শুনতে হয়েছে- ‘তোমাকে যে কাজ দেবো, বিনিময় কী পাবো?’ ইন্ডাস্ট্রিতে ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে কাজ দেওয়া হয়। ২০-৩০ শতাংশ কমিশন দিয়ে কাস্টিং এজেন্সির মাধ্যমে সিরিয়ালে কাজ পেতে হয়।”