ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছে প্রিথিবির অন্যতম ঐতহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম। সেই ঐতিহাসিকমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নেমেছে ভারতীয় এ দল (KL Rahul)। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের স্টার ব্যাটসম্যান কেএল রাহুলের (KL Rahul) অফ ফর্মের ভয়ঙ্কর সময় অব্যাহত ছিল।
রানের খরা (KL Rahul)
রান খরা কাটিয়ে ওঠা তো দুরের কথা তিনি আবারও অত্যন্ত বিশ্রীভাবে খুব কম রানে আউট হয়ে গিয়েছেন। ডানহাতি ব্যাটার নিজের ইনিংসটি অত্যন্ত সতর্কতার সঙ্গে শুরু করেছিলেন। ৪৩ বলে ১০ রান করেন তিনি। কিন্তু কোরি রকিচিওলির বলে সব পরিশ্রম বৃথা হয়ে যায় তার। অত্যন্ত বিশ্রী ভাবে তার পায়ের মাঝখান দিয়ে বল গিয়ে লাগে উইকেটে। বোল্ড হওয়ার ফলে তার সমস্ত কঠোর পরিশ্রম শেষ হয়ে যায় এক ধাক্কায়।
উদ্ভট আউট (KL Rahul)
অস্ট্রেলীয় অফ-স্পিনারের হাতে অত্যন্ত উদ্ভট ভাবে আউট হয়েছেন রাহুল (KL Rahul)। কোরির বল পিচে পরে লেগ সাইডে জাচ্ছিল। রাহুল নিজের শরীর সেই দিকে নিয়ে যান। লেগ সাইডের দিকে খেলার জন্য তিনি ব্যাকফুটে পিছিয়ে যান। কিন্তু বল বুঝতে না পারায় শট মারেননি তিনি। এর ফলে, বলটি তার বাম পায়ের প্যাডে লেগে সোজা ঢুকে যায় অফ স্টাম্পে। বোল্ড হয়ে তাই, মাত্র ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানকে।
প্রথম ইনিংস
এর আগে প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের বলে খোঁচা লাগিয়ে সরাসরি উইকেটরক্ষক জিমি পিয়ারসনের হাতে জমা পড়েন তিনি। চার বলে চার রান করে আউট হন তিনি। রাহুলের ফর্ম ভারতীয় টেস্ট দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সম্প্রতি তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে বাদ দেওয়া হয়েছিল এবং তার জায়গায় সরফরাজ খান এসেছেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
রাহুলের ফর্ম
২০২২ সাল থেকে, রাহুল ১২ ম্যাচ মোট ২১ ইনিংস খেলেছেন। সেখানে তিনি টেস্টে ২৫.৭ গড়ে ৫১৪ রান করেছেন। এর পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেছেন তিনি। ৩২ বছর বয়সী এই ব্যাটার ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সমর্থন পেয়েছেন। রাহুলের অফ ফর্মেও তাকে সমর্থন করেছেন গম্ভির।
দ্বিতীয় দিনে অনিশ্চিত অবস্থায় ভারত এ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রাহুল এবং ধ্রুব জুরেলকে ভারত এ দলে যোগ করা হয়েছিল। যদিও, রাহুল আবারও তার দলের আস্থা রাখতে ব্যর্থ হয়েছেন এবং ২২ নভেম্বর থেকে শুরু হওয়া পার্থে প্রথম টেস্ট শুরুর একাদশে তার থাকা সম্ভাবনা কম।
আরও পড়ুন: Sana Ganguly Birthday: টেমসের তীরে মেয়ে সানার জন্মদিন, সৌরভ-ডোনা যা করলেন!
জুরেল কী করলেন?
অন্যদিকে, জুরেল প্রথম ইনিংসে দুর্দান্ত ৮০ রান করে সুযোগের সবচেয়ে বেশি সদ্ব্যবহার করেন। ভারত এ দলের পক্ষে একমাত্র যোদ্ধা ছিলেন তিনি। ভারত এ মাত্র ১৬১ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া এ প্রথম ইনিংসে ২২৩ রানের জবাব দেয়। মার্কাস হ্যারিস সর্বোচ্চ রান করেন। ৭৪ করে তার দলকে ৬২ রানের লিড পেতে সাহায্য করেন হ্যারিস। দ্বিতীয় ইনিংসে, দ্বিতীয় দিনে ফের বিপাকে পরে ভারত। ৩১ ওভারে মাত্র ৭৩ রানে ৫ উইকেট হারায় তারা। ক্রিজে রয়েছেন ধ্রুব জুরেল এবং নীতীশ কুমার রেড্ডি। জুরেল খেলছেন ১৯ রানে এবং রেড্ডি খেলছেন ৯ রানে।