ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কে হবেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি? সেই নিয়ে জটিলতা অব্যাহত। নিদিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্য সভাপতির নাম ঠিক করতে পারলো না পদ্ম শিবির (BJP)। তার কারণ অবশ্য বাংলায় বিজেপির রাজ্য সভাপতির পদের জন্য উঠে এসেছে একাধিক নাম এবং কোনও একটি নামে সহমত হতে পারেননি কেন্দ্রীয় নেতৃত্বরা। এখন প্রশ্ন হল ছাব্বিশের নির্বাচনের আগে কী বাংলায় নতুন রাজ্য সভাপতি পাবে গেরুয়া শিবির ? নাকি সুকান্ত মজুমদারের নেতৃত্বেই ছাব্বিশের নির্বাচনের লড়াইয়ে নামবে বঙ্গের পদ্ম শিবির? সেই চর্চাই চলছে রাজনৈতিক মহলে।
বাংলায় বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে কারা? (BJP)
সময়সীমা পেরিয়ে গেলেও দলের কেন্দ্রীয় বিজেপি (BJP) সভাপতি কিংবা রাজ্য বিজেপি সভাপতি পদে কোন নামই এখনও চূড়ান্ত করতে পারছে না বিজেপি। সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতি ও বঙ্গ সভাপতির নাম নিয়ে আরএসএসের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের মতের মিল হচ্ছে না। বাংলায় আরএসএসের তরফে এখনও পর্যন্ত শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম দেওয়া হয়েছে। অন্যদিকে, একটি অংশ চাইছেন দলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আবার বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের একাংশ চাইছেন জ্যোতির্ময় সিং মাহাতোকে।
সুকান্তেই আস্থা পদ্ম শিবিরের ? (BJP)
এরই মধ্যে খবর, এমনও হতে পারে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় রাজ্য সভাপতি পদে নতুন কাউকে না এনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকেই দায়িত্বে রেখে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলাতে গিয়ে রাজ্যে সংগঠনের কাজে পুরো সময় দিতে পারছিলেন না সুকান্ত। কিন্তু কিছুদিন হল বাংলায় দলের একাধিক কর্মসূচিতে টানা দেখা যাচ্ছে তাকে। শুধু দেখা যাচ্ছে বললে ভুল হবে, যথেষ্ট সক্রিয় ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে। জল্পনা, কেন্দ্রীয় নেতৃত্বই সুকান্তকে বাংলায় দলের কাজে সক্রিয়তা বাড়াতে বলেছে।
আরও পড়ুন : Shahjahan Bail Hearing: সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য! পিছিয়ে গেল শাহজাহানের জামিন মামলার শুনানি
কেন্দ্রীয় বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে কারা?
আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর ঠিক ছিল ১৫ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় বিজেপি সভাপতি এবং বাংলায় রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে। কিন্তু সময়সীমা পেরিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে , কেন্দ্রীয় সভাপতি হিসেবে সম্ভাব্য নাম রয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল ও স্মৃতি ইরানির।
পহেলগাঁও হামলায় থমকে সাংগঠনিক নির্বাচন ?
এই পরিস্থিতিতে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে গিয়েছে। ফলে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া থমকে গিয়েছে বলে মনে করছে দলের একাংশ। এদিকে, মে মাসের প্রথমেই বাংলায় আসবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আগামী ৯ মাসের ‘হোম টাস্ক’ তিনি আগেই দিয়ে গিয়েছিলেন। সেই টাস্ক কতটা বাস্তবায়িত হল তার রিপোর্ট দেখতেই ছাব্বিশের নির্বাচনের আগে তার বাংলা সফর বলে মনে করা হচ্ছে।