বুথ স্বশক্তি করন কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত BJP বিধায়ক, কাঠগড়ায় শাসকদল

কোচবিহার ১ নং ব্লকেদের ঘুঘুমারির পালপাড়া এলাকা ১৬৯ নম্বর বুথে এই কর্মসূচিতে যাচ্ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন

বুথ স্বশক্তি করন কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত BJP বিধায়ক, কাঠগড়ায় শাসকদল

ট্রাইব টিভি ডিজিটাল: বুথ স্বশক্তি করন কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।  কোচবিহার জেলাজুড়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চলছে বুথ স্বশক্তিকরণ কর্মসূচি। রবিবার সকালে কোচবিহার ১ নং ব্লকেদের ঘুঘুমারির পালপাড়া এলাকা ১৬৯ নম্বর বুথে এই কর্মসূচিতে যাচ্ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন । কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে কালো পতাকা দেখান এবং গো ব্ল্যাক স্লোগান দিতে থাকেন। স্বভাবতই এই ঘটনাটা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।  

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উভয়পক্ষকেই সরিয়ে দেয় পুলিশ। এই প্রসঙ্গে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, ''রবিবার সকালে বুথ স্বশক্তিকরন কর্মসূচিতে যখন আমি যাই সেই সময় কর্মসূচি চলা অবস্থায় তৃণমূলের লোকজন ঘটনাস্থলে এসে কালো পতাকা দেখান এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন পাশাপাশি তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন।''

 তিনি আরও বলেন, ''পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে কোনও সময় আমাদের উপর আক্রমণ হতে পারতো। এমতাবস্থায় আমি কোতোয়ালি থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে সরিয়ে দেন। সারা জেলাজুড়ে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে আর সে কারণেই তাঁরা বিরোধীদের কর্মসূচিতে বাধা দিয়ে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের কর্মসূচীতে বাধা দিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে তৃনমুল কংগ্রেস।''