ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইকে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে (Nishikant Dubey)। এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও। পাকিস্তানের মিথ্যা ও সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর, তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল। এই দলগুলির নেতৃত্ব দেবেন দেশের সাত জন বিশিষ্ট সাংসদ। সেই দলে স্থান পেয়েছেন এআইএমএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যাঁরা নানা সময়ে একাধিক বিষয়ে পরস্পর বিতর্কে জড়িয়েছেন।তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
আরও পড়ুন- Massive Fire Near Charminar : হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতলে ভয়াবহ আগুন, মৃত্যু শিশু-সহ ১৭ জনের
সাংসদীয় প্রতিনিধি দল (Nishikant Dubey)
জানা গেছে, সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন দলটি যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন, আলজেরিয়ায়(Nishikant Dubey)। এই দলটিতে আছেন বিজেপির নিশিকান্ত দুবে, ফাংগন কনয়াক, রেখা শর্মা, আসাদউদ্দিন ওয়াইসি (এআইএমআইএম), সাতনাম সান্ধু (মনোনীত), প্রাক্তন মন্ত্রী গুলাম নবী আজাদ এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলা।ভারত থেকে আরও ছয়টি প্রতিনিধিদল বিশ্বের অন্যান্য স্থানে সফর করবে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বার্তা (Nishikant Dubey)
এই আবহে এক্স বার্তায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘মুসলিম দেশগুলিতে গিয়ে পাকিস্তানের কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘ ৭৮ বছরের লড়াই সম্পর্কে জানাতে, আমাকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আসাদউদ্দিন ওয়াইসি এবং আমি একসঙ্গে ভারতীয় গণতন্ত্র এবং ভারতে মুসলিমরা যে সম্মান ও মর্যাদা পায় তা নিয়ে কথা বলব।’
আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্য (Nishikant Dubey)
অন্যদিকে, আসাদউদ্দিন ওয়াইসিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘আমি এখানে মিম-এর প্রতিনিধি নই, আমি ভারতের প্রতিনিধি(Nishikant Dubey)।’ তিনি আরও বলেন, ‘আমার কাজ বিশ্বকে জানানো যে পাকিস্তান কীভাবে ভারতকে অস্থিতিশীল করতে চাইছে। পাকিস্তান মানবতার জন্য হুমকি, আর ভারত পাকিস্তান প্ররোচিত সন্ত্রাসবাদের শিকার।’
সুপ্রিম কোর্টের সমালোচনা করে বিতর্কে নিশিকান্ত দুবে (Nishikant Dubey)
গত এপ্রিলেই সুপ্রিম কোর্টের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন গোড্ডার চারবারের সাংসদ নিশিকান্ত দুবে(Nishikant Dubey)।সুপ্রিম কোর্টকে নিশানা করে তিনি বলেন, ‘নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনি কীভাবে নির্দেশনা দিতে পারেন? রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। সংসদ এই দেশের আইন প্রণয়ন করে। আপনি কি সেই সংসদকে নির্দেশ দেবেন? আপনি কীভাবে একটি নতুন আইন তৈরি করছেন? কোন আইনে লেখা আছে যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? এর মানে হল আপনি এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান।’ আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে সরব হন আসাদউদ্দিন ওয়াইসি।তিনি বলেছিলেন, ‘আপনারা টিউবলাইট। আপনারা আদালতকে হুমকি দিচ্ছেন? মোদীজি, আপনার লোকেরা এতটাই উগ্র হয়ে উঠেছে যে তারা আদালতকে হুমকি দিচ্ছে। এদের না থামালে দেশ দুর্বল হবে।দেশ আপনাকে ক্ষমা করবে না এবং আগামীদিনে আপনি ক্ষমতায় থাকবেন না।’ এরপরেই নিশিকান্ত দুবের থেকে দূরত্ব বাড়িয়েছিল দল।
আরও পড়ুন- Shashi Tharoor: ‘ কংগ্রেসে যোগ্যতা নয়, চাটুকারিতা স্থান পায়!’ শশী থারুর বিতর্কে তোপ বিজেপির