ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) ২০০০ টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ (BJP MP) জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার ওই চিঠি মেল মারফত মুখমন্ত্রীকে (CM Mamata Banerjee) পাঠানো হয়। এদিন পুরুলিয়া রাঁচি রোড এর তাঁর নিজের বাসভবন থেকে ওই কথা জানান সাংসদ তথা বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato)। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা।
বিজেপি সাংসদ, তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রীদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, যেখানে রাজ্যের এত এত টাকা। সেই টাকা কেন মহিলাদের অ্যাকাউন্টে (Lakshmi Bhandar) যাবে না? পাশের রাজ্য ঝাড়খণ্ড ও বিজেপি শাসিত মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে যেখানে মহিলাদের হাত খরচ হিসেবে দুই হাজার টাকার বেশি দেওয়া হয়। সেখানে কেন ১০০০-১২০০ টাকা দেওয়া হবে এই রাজ্যের মা বোনেদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আগেই দাবি করে আসছেন, তারা সরকারে আসলে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: বাংলাদেশি-রোহিঙ্গা সবার জন্য দরাজহস্ত মমতা, অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ গিরিরাজের
আরও পড়ুন: TMC: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! মন্ত্রীর কার্যালয় দখল নিল অনুব্রত-অনুচর
অন্যদিকে, বিজেপি সাংসদদের এই চিঠিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, এক সময় বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে বিরোধিতা করেছিল। আজ তারা লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) উপকারিতা বুঝতে পেরে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাংলা সহ বিভিন্ন রাজ্যে চলছে এবং গোটা দেশজুড়ে চালু করার জন্য প্রধানমন্ত্রীকেও চিঠি লেখা প্রয়োজন।
তবে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বৃহস্পতিবারই নবান্ন থেকে জানিয়েছেন এবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রকল্পে আরও প্রায় পাঁচ লক্ষ নতুন উপভোক্তাকে যুক্ত করা হয়েছে। ডিসেম্বর থেকে তাঁরাও অর্থ পেতে শুরু করবেন। যাঁরা আজীবন ভাতা পাবেন। এখন ওই প্রকল্পে উপভোক্তার সংখ্যা ২.২১ কোটি। তাতে এতদিন পর্যন্ত সরকারের মোট খরচ হয়েছে ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। নতুন ৫.০৭ লক্ষের জন্য অতিরিক্ত আরও প্রায় ৬২৫ কোটি টাকা খরচ হবে।