ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার রাজনীতিতে রামনবমীর গুরুত্ব ক্রমেই বাড়ছে বা (BJP & Raam Navami) বাড়ানো হচ্ছে, এমনটাই অন্তত মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
চলছে দলীয় প্রস্তুতি (BJP & Raam Navami)
বিজেপি সরাসরি এই উৎসবে কোনও কর্মসূচি ঘোষণা না করলেও, ৬ এপ্রিলের দিনটিকে কেন্দ্র করে দলীয় (BJP & Raam Navami) প্রস্তুতি চলছে। ২০২৬ সালের নির্বাচনের দিকে নজর রেখে বঙ্গ বিজেপি রাজনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে। যদিও নেতারা দাবি করছেন, রামনবমী উদ্যাপনে তাদের কোনও সরাসরি ভূমিকা নেই, প্রকৃতপক্ষে এই উদ্যাপনকে কেন্দ্র করে শক্তিপ্রদর্শনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।
বিরোধী দলনেতার অভিযোগ
গত রবিবার, শুভেন্দু অধিকারী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নদিয়ার কৃষ্ণনগর এবং উত্তর চব্বিশ পরগনার বাগদায় হিন্দু নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান, এই বিষয়ে আন্দোলনের পরিকল্পনা রয়েছে, তবে তা রামনবমীর পরে হবে। একইভাবে, অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার বিষয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির সরব হওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু সেখানেও রামনবমীর পরে দফায় দফায় কাজ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: Patuli Incident: পাটুলিতে মাকে খুন, তারপর গায়ে আগুন, ছড়াল চাঞ্চল্য!

ভবিষৎ নির্ধারণের কর্মসূচি
রাজ্যের বিজেপি নেতৃত্ব রামনবমীর উদ্যাপনকে একটি বড় রাজনৈতিক সুযোগ হিসেবে দেখতে চাইছেন। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দিন এবং মানুষের মধ্যে আবেগের সঞ্চার হচ্ছে। যদিও দলগতভাবে কোনো অনুষ্ঠান আয়োজন না করার কথা বলা হচ্ছে, তবুও বিজেপি কর্মীরা রামনবমীর শোভাযাত্রায় সক্রিয়ভাবে যুক্ত থাকবেন বলেই মনে হচ্ছে। ফলে, ৬ এপ্রিলের উদ্যাপনই ভবিষ্যতে দলের রাজনৈতিক কর্মসূচির দিক নির্ধারণ করবে।