Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। কসবা ল কলেজে গণধর্ষণ থেকে শুরু করে রাজ্যের বর্তমান একাধিক ইস্যু নিয়েও মুখ খুললেন তিনি।
পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ সুকান্তর (Sukanta Majumdar)
বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। তিনি একজন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী (Sukanta Majumdar)। তারপরও প্রতি মুহূর্তে তাঁর স্বাধীনভাবে চলাফেরায় বাধা দেওয়া হচ্ছে। একজন চিকিৎসকের বাড়িতে দেখা করতে গেলে বাধা দেওয়া হয়েছে। বিনা কারণে আটক করেছে পুলিশ। তাঁর ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এর বিরুদ্ধে একটা চিঠিও লিখেছিলেন কলকাতা পুলিশের কমিশনারকে। কিন্তু কলকাতা পুলিশ কমিশনার তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।
আরও পড়ুন : GST Relief: মুদ্রাস্ফীতির মধ্যে স্বস্তির আশা, সংসারের জিনিসে কমতে পারে GST!
হাইকোর্টে মামলা দায়ের সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)
পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আজ বুধবার সকালে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়ে মামলা দায়ের করলেন বিজেপি রাজ্য সভাপতি (Sukanta Majumdar)।
মামলা দায়ের করে বেরিয়ে কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় রাজ্যের শাসক দল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে দিঘায় জগন্নাথের প্রসাদ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের ঘটনার বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন? এই প্রশ্নের উত্তরে বিদায়ী রাজ্য সভাপতি জানান, আজকেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনের মাধ্যমেই পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচিত হবে।