ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ লোকসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill)। বেলা ১২টায় পেশ করা হবে বিল। সংসদে উপস্থিতি বাধ্যতামূলক করতে হুইপ জারি বিজেপির।
সংসদের চলছে বাজেট অধিবেশন। তার মাঝেই বুধবার বেলা ১২টায় ওয়াকফ সংশোধনী বিলটি লোকসভায় পেশ হওয়ার কথা (WAQF Amendment Bill)। রাজ্যসভায় এটি পেশ হতে পারে বৃহস্পতিবার। দলের সমস্ত সাংসদকে বাধ্যতামূলক ভাবে হাজির থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে বিজেপি। এই বিলের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও।
আরও পড়ুন: Not Following Dress Code: অফিসে বিশেষ দিনে ‘ড্রেস কোড’ অনুসরণ না করায় ১০০ টাকা জরিমানা
লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা হবে সংসদে। বেলা ১২টায় পেশ করা হবে বিল। এরপর বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে লোকসভায়। এই আবহে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের মধ্যে এ যেন শক্তি প্রদর্শনের লড়াই হতে চলেছে। এরপর বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ বিল পেশ হওয়ার সম্ভাবনা (WAQF Amendment Bill) রয়েছে। সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, স্পিকার ওম বিড়লার নেতৃত্বে লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (বিএসি) এই ইস্যুতে আট ঘণ্টার আলোচনায় সম্মত হয়েছেন।
লোকসভার সমীকরণ: (WAQF Amendment Bill)
লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে বিলটি ভোটাভুটির মাধ্যমে পাশ করাতে চাইছে কেন্দ্রের এনডিএ সরকার। আপাত ভাবে লোকসভা এবং রাজ্যসভার অঙ্ক বলছে, বিলটি পাশ (WAQF Amendment Bill) করাতে বিশেষ কসরত করতে হবে না বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-কে। তবে জোটের বড় শরিক বিজেপি এ ক্ষেত্রে শরিক দলগুলি, বিশেষত নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপির উপর অনেকটাই নির্ভর করছে।
আরও পড়ুন: Modi Government Debt : দেশ চালাতে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে মোদী সরকার!বাড়ছে অর্থনৈতিক চাপ
লোকসভায় বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ২৭২টি ভোট। ৫৪২ জন সাংসদের মধ্যে ২৪০ জন বিজেপি, ১২ জন জেডিইউ, ১৬ জন টিডিপি, ৫ জন এলজেপি, ২ জন রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) এবং ৭ জন শিবসেনার সাংসদ রয়েছেন। এনডিএ জোটের সবাই পক্ষে ভোট দিলে লোকসভায় বিল পাশ (WAQF Amendment Bill) হবে।