ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। মহম্মদ ইউনুসের নোবেল (Yunus Nobel) কেড়ে নেওয়ার দাবি জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সোজা নরওয়ের নোবেল কমিটিতে চিঠি। নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির।
সুর চড়াল বিজেপি (Yunus Nobel)
বাংলাদেশে রক্তাক্ত পরিস্থিতি নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ক্রমেই বাড়ছে, হিন্দুদের রক্তে রক্তাক্ত মহম্মদ ইউনূসের হাত (Yunus Nobel)। এহেন পরিস্থিতিতে ‘সংখ্যালঘু নির্যাতনকারী’ প্রশাসকের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। সোজা নরওয়ের নোবেল কমিটিকে চিঠির মাধ্যমে জানিয়েছেন তিনি। দাবি, নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির।
ঝড়ছে রক্ত (Yunus Nobel)
সোমবার, আগস্টের ৫ তারিখে সরকারি বাসভবনে ঝড় তোলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দ্রুত বিকশিত ঘটনার ধারাবাহিকতায় দেশ ছেড়েছেন (Yunus Nobel)। ভারতের হিন্দন এয়ার ঘাঁটিতে অবতরণ করার পর থেকে, যেখানে NSA অজিত ডোভাল তার সাথে দেখা করেছিলেন।
আরও পড়ুন: Kashmir: শ্বেতশুভ্র বরফে ঢেকেছে ভূস্বর্গ! শ্রীনগর থেকে কাশ্মীর, হিমাঙ্কের নীচে পারদ
দায়িত্বে সেনা
প্রতিবেশী দেশ এখন তুলনামূলকভাবে শান্ত, সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে। বিচারকদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার। প্রাক্তন-,সামরিক পুরুষ এবং ডাক্তারদের, জায়গায় রাখা হয়েছে বলে জানা গেছে। বেড়েছে হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার। ঝরছে বহু রক্ত। সম্প্রতি চিন্ময় প্রভু গ্রেফতারের পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। সঙ্গে সঙ্গে তার ২ সহকর্মীকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Money in Rajya Sabha: রাজ্যসভায় সিঙ্ঘভির আসনে টাকার বান্ডিল! তদন্তের নির্দেশ ধনখড়ের
কী লেখা হয়েছে চিঠিতে?
চিঠিতে লেখা রয়েছে, ইউনুসের অধীনে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা হচ্ছে। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে। এখানেই শেষ নয়, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মপালনের স্বাধীনতা হরণ করা হয়েছে। দুর্গাপুজোর মতো উৎসবেও নানাভাবে বাধা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির উদাহরণ তুলে বিজেপি সাংসদ ওই চিঠিতে দাবি করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু ধর্মগুরুদের বিভিন্ন ভাবে ফাঁসানো হচ্ছে।