ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : যেমনটা ইঙ্গিত মিলেছিল এক্সিট পোলে সেটাই ঘটল দিল্লিতে। পদ্মপাঁকে পড়ে থেমে গেল আপের ঝাড়ু ঝড়। ২০২৫ সালের নির্বাচনে (Delhi Assembly Result) দিল্লি জয় করল বিজেপি। ২৬ বছর পর রাজধানীতে ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি (BJP)।
দিল্লির মসনদে বিজেপি (Delhi Assembly Result)
১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ (Sushma Swaraj)। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার ক্ষমতায় আসে আপ। এক দশকের বেশি সময় রাজত্ব করার পর দিল্লির সিংহাসন হারাল আপ। বিকেল ৪টে ১৫ নাগাদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার ‘জাদু সংখ্যা’ ছুঁয়ে ফেলে বিজেপি।গণনা শেষে দেখা যায় ৪৮ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। আপ জিতেছে ২২টি আসন। দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Result) ৭০টি আসনের একটিতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস।
আরও পড়ুন : বিবাহ বন্ধনে আবদ্ধ আদানি-পুত্র, ছেলের বিয়েতে ১০ হাজার কোটি অনুদান আদানির
আপের হেভিওয়েটদের হার (Delhi Assembly Result)
দিল্লিতে হারের থেকেও আপের কাছে লজ্জার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মত হেভিওয়েটদের পরাজয় (Delhi Assembly Result)। যদিও আপের মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা (Atishi Marlena)।
আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল নয়াদিল্লি কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপির প্রবেশ সিংহের কাছে। তাঁদের ভোটের ব্যবধান ৩,১৮২।জংপুরা কেন্দ্র থেকে মণীশ সিসৌদিয়া (Manish Sisodia) পরাজিত হয়েছেন। বিজেপির জয়ী প্রার্থী তরবিন্দর সিংহের সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৬০০-র কাছাকাছি। দিল্লির শকুর বস্তী কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির কর্নেল সিংহ।গ্রেটার কৈলাসে পরাজিত আপের সৌরভ ভরদ্বাজ। প্রথমে ওই কেন্দ্রে বিজেপির শিখা রায় পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ দিকে বাজিমাত করেন তিনি।কালকাজি কেন্দ্র থেকে বিজেপির রমেশ বিদুরিকে ৩,৫২১ ভোটে হারিয়ে শেষ পর্যন্ত জিতেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। বিজেপির রমেশ বিদুরিকে ৩,৫২১ ভোটে হারিয়েছেন অতিশী।
আরও পড়ুন : হ্যাটট্রিক হাতছাড়া আপের, ২৭ বছর পর দিল্লি-দখল বিজেপির
খাতা খুলল না কংগ্রেসের
রাজনীতিকদের একাংশ বলছেন, আপের শিরে সংক্রান্তি হল কংগ্রেসের হাত ধরে।আবার বলা যায় কংগ্রেসের হাত না ধরাই কাল হল আপের। এবারের বিধানসভা ভোটে একটা আসনও জোটেনি কংগ্রেসের।শুধুমাত্র একটি আসন, কস্তুরবা নগরে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। বাকি ৬৬টি আসনেই কংগ্রেস তৃতীয় স্থানে। মেহরাউলি, মুস্তাফাবাদ এবং ওখলায় কংগ্রেস রয়েছে চতুর্থ স্থানে।তবে আপকে ক্ষমতাচ্যুত করতে রয়ে গেল কংগ্রেসের অবদান।