Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষ অজানাকে ভয় পায়। বিশ্বাস কে হার মানিয়ে, অবিশ্বাসে বাসা বাঁধে (Black Magic)! দিনের পর দিন চর্বিত-চর্বণ ভাবেই চলে আসে অন্ধকার ছায়া। কুসংস্কারকে আঁকড়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর কি হয়! মনের ঘরে নিম্নচাপ? কালাজাদু বা ব্ল্যাক ম্যাজিক তারই অন্যতম। ভারতবর্ষ থেকে আফ্রিকা—প্রায় সব সংস্কৃতিতেই প্রচলিত। বিজ্ঞানের কাছে এর কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবে বিশ্বাসীরা বলেন, খারাপ উদ্দেশ্যে করা কিছু রহস্যময় প্রক্রিয়া বা আচার মানুষের শরীর-মন, সম্পর্ক এমনকি অর্থনৈতিক অবস্থাতেও প্রভাব ফেলতে পারে।
হঠাৎ শরীর খারাপ হওয়া (Black Magic)
অকস্মাৎ দুর্বল হয়ে পড়া, মাথা ঘোরা, ক্লান্তি, কিংবা অজানা ব্যথায় ভোগা—এসব সমস্যাকে অনেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হিসেবে মানেন। চিকিৎসকের কাছে গেলেও সমস্যা পুরোপুরি সারে না, আবার কিছুদিন পর ফের মাথাচাড়া দিয়ে ওঠে।
ঘুমের ব্যাঘাত ও দুঃস্বপ্ন (Black Magic)
অনেকের অভিজ্ঞতায় কালাজাদুর শিকার হলে গভীর ঘুম আসে না। রাতের মধ্যে বারবার ঘুম ভেঙে যাওয়া, আতঙ্কিত হয়ে ওঠা কিংবা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখা এসব ঘটনাকে কালাজাদুর উপস্থিতির নিদর্শন মনে করা হয়।
মনের অস্থিরতা! (Black Magic)
অকারণে ভয় পাওয়া, সবসময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা কিংবা মানসিক অশান্তিতে ভোগা—এসবও বহু মানুষ কালাজাদুর প্রভাব বলে মনে করেন। মনোবিজ্ঞানীরা অবশ্য বলেন, এগুলো মূলত উদ্বেগ বা ডিপ্রেশনের সাধারণ উপসর্গ।
কাজে অকারণ ব্যর্থতা

যতই চেষ্টা করা হোক, কোনও কাজ ঠিকমতো সম্পন্ন না হওয়া, পরিকল্পনা ভেস্তে যাওয়া বা হঠাৎ করে কর্মক্ষেত্রে বাধা আসা—এই পরিস্থিতিও বহু মানুষের কাছে কালাজাদুর ইঙ্গিত।
সম্পর্কের টানাপোড়েন
পারিবারিক শান্তি হঠাৎ ভেঙে যাওয়া, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বেড়ে যাওয়া বা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া—এসবকেও কালাজাদুর প্রভাব বলে ধরে নেওয়া হয়।
অদ্ভুত পরিবেশ ও অভিজ্ঞতা
বাড়ির জিনিসপত্র হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া, আশপাশে অচেনা শব্দ শোনা, হঠাৎ অস্বাভাবিক গন্ধ পাওয়া কিংবা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হওয়াও মানুষকে কালাজাদুর প্রভাবের কথা মনে করায়।
আর্থিক ক্ষতি ও উন্নতি থেমে যাওয়া
একটার পর একটা আর্থিক ক্ষতি, হঠাৎ আয় বন্ধ হয়ে যাওয়া বা কর্মক্ষেত্রে উন্নতি আটকে যাওয়া—এসব নেতিবাচক পরিস্থিতিও অনেকে কালাজাদুর সঙ্গে যুক্ত করেন।
বিশেষজ্ঞদের মত কী! (Black Magic)
মনোবিজ্ঞানীরা বলেন, “কালাজাদুতে বিশ্বাস আসলে একধরনের কগনিটিভ বায়াস । মানুষ নিজের জীবনের ব্যর্থতা বা অপ্রত্যাশিত পরিস্থিতির সহজ ব্যাখ্যা খোঁজে। বিজ্ঞান ও চিকিৎসার পথে সমস্যা সমাধান করার চেয়ে নেতিবাচক শক্তিকে দায়ী করলে মানসিকভাবে দায় কম লাগে।”
চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদে ঘুম না হওয়া, অকারণে দুর্বলতা বা মানসিক অস্থিরতা আসলে স্বাস্থ্যজনিত সমস্যার লক্ষণ, যা চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব।