ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন অন্তত ৬৮ জন পরিযায়ী শ্রমিক(Boat Capsizes Off Yemen)। নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। রবিবার সন্ধ্যায় এডেন উপসাগরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ইয়েমেনের আবিয়ান প্রদেশের খানফার জেলার কাছে সমুদ্রে উল্টে যায় নৌকাটি।
নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান (Boat Capsizes Off Yemen)
নৌকাটিতে মোট ১৫৪ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁদের সকলেই ইথিওপিয়ার নাগরিক(Boat Capsizes Off Yemen)। এ পর্যন্ত মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের ইয়েমেনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। আবিয়ান প্রদেশে পরিযায়ী শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, উপকূলে এখন পর্যন্ত অন্তত ৫৪টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান জোরকদমে চলছে।
আইওএম-এর তথ্য অনুযায়ী, এই নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল অবৈধ অভিবাসনের উদ্দেশ্যে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইথিওপিয়া থেকে ইয়েমেনে আসা অধিকাংশ শ্রমিকের লক্ষ্য পশ্চিম এশিয়ার দেশগুলোতে পৌঁছানো, যেখানে বেশি রোজগারের সুযোগ রয়েছে। বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকার শিং অঞ্চল থেকে জলপথে ইয়েমেনে প্রবেশের প্রবণতা বাড়ছে। সেখান থেকে চোরাপথে পারস্য উপসাগরীয় দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন শ্রমিকরা।
ইয়েমেনে যাত্রাপথ অত্যন্ত বিপজ্জনক (Boat Capsizes Off Yemen)
আইওএম-এর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে এখন পর্যন্ত অন্তত ৬০ হাজার পরিযায়ী ইয়েমেনে প্রবেশ করেছেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল প্রায় ৯৭,২০০। এই যাত্রাপথ অত্যন্ত বিপজ্জনক। অধিকাংশ ক্ষেত্রেই অসাধু দালালরা মোটা টাকার বিনিময়ে অতি সস্তার ও অনিরাপদ নৌকায় শ্রমিকদের গাদাগাদি করে পাঠায়। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
এ ধরনের বিপর্যয় নতুন নয়। চলতি বছরের মার্চ মাসেই ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে গিয়েছিল। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হলেও নিখোঁজ ছিলেন অন্তত ১৮৬ জন পরিযায়ী। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন অভিবাসন রুটের অন্যতম প্রধান গেটওয়ে হয়ে উঠেছে। গৃহযুদ্ধ, দারিদ্র্য এবং অনিরাপত্তার মাঝেই চলছে এই প্রাণঘাতী যাত্রা।

আরও পড়ুন: Slovenia : ইজরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা, প্রথম পদক্ষেপ নিল স্লোভেনিয়া
জাতিসংঘ ও আইওএম -এর সতর্কতা (Boat Capsizes Off Yemen)
জাতিসংঘ (United Nations) ও আইওএম আবারও সতর্ক করেছে, মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই ধরনের দুর্ঘটনা বাড়বে(Boat Capsizes Off Yemen)। ইতিমধ্যেই ইয়েমেনের উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। তবে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে।

আরও পড়ুন: Donald Trump : “পর্যাপ্ত পরমাণু ডুবোজাহাজ আছে আমাদের” ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে পাল্টা রাশিয়া!
এ ধরনের বিপর্যয় নতুন নয়। চলতি বছরের মার্চ মাসেই ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে গিয়েছিল। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হলেও নিখোঁজ ছিলেন অন্তত ১৮৬ জন পরিযায়ী। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন অভিবাসন রুটের অন্যতম প্রধান গেটওয়ে হয়ে উঠেছে। গৃহযুদ্ধ, দারিদ্র্য এবং অনিরাপত্তার মাঝেই চলছে এই প্রাণঘাতী যাত্রা।