ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত জয়নগর। সোমবার সকালেও থমথমে জয়নগরের মহিষমারি এলাকা। আজই কল্যাণী এইমসে মৃত শিশুর দেহের ময়নাতদন্ত করা হবে। জয়নগর মামলায় পরিবারের দাবি মেনে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ মোমিনপুরের কাঁটাপুকুর মর্গ থেকে দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশে।
সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ গোটা জয়নগর এলাকা। রাস্তায় স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক পুলিশ ঘোরাফেরা করছে। দফায় দফায় টহল দিচ্ছে পুলিশের গাড়ি। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
আরও পড়ুন: https://tribetv.in/allegation-of-molestation-against-a-sub-inspector/
সোমবারই জয়নগরের মৃত নাবালিকার দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য দেহ কাঁটাপুকুর মর্গে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু রবিবারই হাইকোর্টে (Calcutta High Court) এই সংক্রান্ত মামলার শুনানি হয়। পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে সেখানে। ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও কেন এই ঘটনায় পুলিশ পকসো আইনের কোনও ধারা যুক্ত করেনি, সেই প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে ভর্ৎসনা করা হয় রাজ্য সরকারকে। শিশুর পরিবারের দাবি ছিল, কেন্দ্রীয় সরকারি কোনও হাসপাতালে ময়নাতদন্ত করা হোক দেহের। আদালত সেই মতো কল্যাণী এমসে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, কল্যাণী এমসে (kalyani aiims) ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহ নিয়ে আসা হবে জয়নগরের নাবালিকার বাড়িতে। সেখানে শিশুর শেষকৃত্য সম্পন্ন হবে। ওই সময় নতুন করে গ্রামে যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকে নজর রেখেছে প্রশাসন। মূলত সে কথা মাথায় রেখেই সোমবার সকাল থেকে এলাকায় পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/allegation-of-rape-and-murder-of-housewives-by-taking-them-away-from-home/
কল্যাণী এইমস হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে হবে ময়নাতদন্ত, সেইরকমই আজ সকালে ফরেন্সিক এক্সপার্ট এবং কল্যাণী এইমস হাসপাতালের চিকিৎসকরা এসে উপস্থিত হন কল্যাণী পুলিশ মর্গে। কড়া পুলিশি পাহারায় এসে পৌঁছায় মৃত নাবালিকার মরদেহ। এরপর কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয় না। যদিও পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি শুধু পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। তবে রাজ্যের প্রশাসনের উপর ক্ষোভ চড়িয়েছেন অম্বিকা রায়। তিনি দাবি করেছেন রাজ্যে শাসন নেই, সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে।