ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur Incident) মঙ্গলবার উচ্চমাধ্যমিকে কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল পরীক্ষার্থী। তারপর কিছু জিনিস জেরক্স করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে লালবাঁধের ড্যামের জল থেকে উদ্ধার হল তার মৃতদেহ। কী কারণে ওই ছাত্রর মৃত্যু হল তা তদন্ত করছে পুলিশ।
লালবাঁধ ড্যাম থেকে উদ্ধার মৃতদেহ (Bishnupur Incident)
পরীক্ষা দেওয়ার পর মনমরা হয়ে পড়েছিল। বাড়ি ফিরে মাকে বলেছিল পরীক্ষা ভালো হয়েছে। এরপর জেরক্স করবে বলে বাড়ি থেকে বেরিয়ে আর খোঁজ পাওয়া গেল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। পরিবারের বাড়ি শহরের হাউসিং সংলগ্ন কলোনির এলাকায় (Bishnupur Incident)। গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছিল। নিজের মোবাইল ফোনটিও বাড়িতে রেখে যায় সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলে না ফেরায় বাড়ির লোকজনদের দুশ্চিন্তা বাড়ে। আশপাশের এলাকায় খোঁজ শুরু হয়। রাত নটা পর্যন্ত তাঁকে না পেয়ে থানায় বিষয়টি জানানো হয়। অবশেষে রাতের অন্ধকারে লালবাঁধ ড্যাম থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। মৃত পড়ুয়ার নাম সৌমেন ঘোষ।
ভেসে ওঠে সৌমেনের মৃতদেহ (Bishnupur Incident)
খবর আসে লালবাঁধ ড্যামের পাড়ে একটি সাইকেল জামাপ্যান্ট ও জুতো পড়ে রয়েছে (Bishnupur Incident)। পরিবারের লোকজন এসে জানায় সেসব জিনিস তাঁদের বাড়ির ছেলেরই। এরপর লালবাঁধের আশপাশের এলাকাতেও খোঁজ চলে। বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের সিভিল ডিফেন্স কর্মীদের ফোন করে খবর দেয়। সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে লালবাঁধের জলে নামেন। লাইট জ্বালিয়ে জলের উপরেও তল্লাশি চলে। গভীর রাতে স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। অবশেষে কিছুক্ষণ পর ভেসে ওঠে সৌমেনের মৃতদেহ। ছেলের মর্মান্তিক পরিণতি দেখে ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।
পরীক্ষা খারাপ হওয়াতেই কঠিন সিদ্ধান্ত
পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। পরীক্ষা খারাপ হওয়াতেই নিজেকে শেষ করার কঠিন সিদ্ধান্ত নিল সে? নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে? সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বিষ্ণুপুর হসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের গতকাল পরীক্ষা ভালো হয়নি। সেজন্য পরীক্ষা শেষে মনমরাও ছিল। সেই কারণকেই মুখ্য বলে মনে করছেন অনেকেই। ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে জল্পনা।