ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছ’দিন ধরে নিখোঁজ থাকার পরে মিলল ত্রিপুরার স্নেহা দেবনাথের দেহ(Tripura Girl Found)। রবিবার রাতে দিল্লিতে একটি উড়ালপুলের নীচে যমুনা নদীতে ভাসতে দেখা যায় উনিশ বছর বয়সি ওই তরুণীর দেহ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করে থাকতে পারেন ওই তরুণী। তবে তাঁর মৃত্যুর কারণ, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার সূত্রপাত (Tripura Girl Found)
পুলিশ সূত্রে খবর, গত ৭ জুলাই দিল্লি থেকে নিখোঁজ হয়ে যান ত্রিপুরার সাবরুম এলাকার বাসিন্দা স্নেহা দেবনাথ(Tripura Girl Found)। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের পড়ুয়া। স্নেহা তাঁর পরিবারের সঙ্গে শেষবারের মত কথা বলেছিলেন গত ৭ জুলাই ভোর ৫টা বেজে ৫৬ মিনিটে।তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ওই দিন স্নেহা মাকে জানায় পিটুনিয়া নামে এক বন্ধুর সঙ্গে সরায় রোহিলা স্টেশনে যাচ্ছেন। এরপর পৌনে ৯টা নাগাদ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। কিন্তু স্নেহার ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার। এরপরেই পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করে স্নেহার পরিবার। কিন্তু তিনি দাবি করেন, স্নেহার সঙ্গে তাঁর দেখাই হয়নি। এরপরেই সন্দেহ বাড়ে তরুণীর পরিবারের।

‘সুইসাইড নোট’ উদ্ধার (Tripura Girl Found)
স্নেহা হস্টেলের যে ঘরে থাকতেন, সেখান থেকে হাতে লেখা একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছিল(Tripura Girl Found)। সেখানে নিজের জীবনকে শেষ করে দিতে চাইছেন স্নেহা, এমন কথাও লেখা ছিল। দিল্লির সিগনেচার সেতু থেকে ঝাঁপ দিতে চাইছেন তিনি, এমন আভাসও ছিল ওই ‘সুইসাইড নোটে’। পরে তরুণীর খোঁজ চালানোর সময়ে এক ট্যাক্সিচালকের সঙ্গেও কথা বলে পুলিশ। ওই ট্যাক্সিচালকও জানান, ওই সেতুর কাছেই তরুণীকে নামিয়ে দিয়েছিলেন তিনি। স্নেহা যে ওই সেতুতে গিয়েছিলেন, তা পরে আরও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানেও উঠে আসে।
তরুণীর খোঁজে তল্লাশি (Tripura Girl Found)
৯ জুলাই অভিযোগ দায়ের হওয়ার পর দিল্লি পুলিশের অপরাধদমন শাখা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী স্নেহার খোঁজে তল্লাশি চালাচ্ছিল(Tripura Girl Found)।প্রত্যক্ষদর্শীর বয়ান মতো দিল্লিতে নিগমবোধ ঘাট থেকে নয়ডা পর্যন্ত এলাকাজুড়ে তরুণীর খোঁজ শুরু করে দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার রাতের ওই অভিযানেই দিল্লির গীতা কলোনি উড়ালপুলের নীচে যমুনা নদীতে স্নেহার দেহ ভাসতে দেখেন পুলিশকর্মীরা। স্নেহার পরিবারের লোকেরা ইতিমধ্যে দেহটি শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।ইতিমধ্যে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন-BJP Leader Shot Dead: বিজেপি নেতাকে লক্ষ্য করে পর পর গুলি! এক সপ্তাহে দ্বিতীয় খুনে হুলুস্থল পাটনা
পরিবারের বয়ান (Tripura Girl Found)
এর আগে পরিবারের তরফে জানানো হয়, স্নেহা যাওয়ার সময় কোনও জিনিস নিজের সঙ্গে নেয়নি(Tripura Girl Found)। এমনকি গত চার মাস ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কোনও টাকা পর্যন্ত তোলেননি।ফলে গভীরভাবে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ জনসাধারণের কাছে আবেদনও করে, স্নেহা সম্পর্কে যদিও কারও কাছে কোনও তথ্য থাকে, তাহলে তাঁরা পুলিশকে এসে জানাতে পারেন। তদন্ত এখনও জারি রয়েছে। স্নেহার খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।অবশেষে ছ’দিন ধরে নিখোঁজ থাকার পর মিলল স্নেহা দেবনাথের দেহ।
